প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / দৈহিক মিলনের পর গোসল ছাড়া নামায পড়া যাবে কি?

দৈহিক মিলনের পর গোসল ছাড়া নামায পড়া যাবে কি?

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম,
মুহতারমা আমার প্রশ্ন হল স্বামী-স্ত্রীর দৈহিক মিলনের পর নামাজ পরতে গেলে গোসল করা লাগবে কিনা ?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, গোসল করতে হবে। গোসল করা ছাড়া নামায হবে না।

عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ، فَقَدْ وَجَبَ الْغُسْلُ

হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যখন এক বিশেষ অঙ্গ অন্যটি অতিক্রম করে [তথা সহবাস হয়] তখন গোসল করা আবশ্যক।{মুসনাদে আহমাদ, হাদীস নং-২৫০৩৭}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

সুদী এনজিও সংস্থাকে বাসা ভাড়া দেয়া কি জায়েজ?

প্রশ্ন আসসালামু আলাইকুম। আমাদের বাসায় NGO ভাড়া থাকে যারা সুদের সাথে সম্পৃক্ত, তাদের সঙ্গে  আমাদের …