প্রশ্ন
amar nam joynal abedin
Bangladesh ..
mirzapor, tangail
islama mot foroz 130 ti ..
amar question holo se golo ki ki …
hoozor doya kore amar question ariye zaben na
উত্তর
بسم الله الرحمن الرحيم
এরকম প্রশ্নের উত্তর দেয়া আসলে মুশকিল। আপনাকে কে বলেছে ইসলামে ফরজ ১৩০টি? যিনি একথা বলেন, তাকে বলুন এটি কোত্থেকে বলেছেন? সেটি জানাতে।
আমরা শরীয়তের ফরজকে এভাবে নির্দিষ্ট করে বলতে পারবো না। একেক বিষয়ে একাধিক বিষয় ফরজ রয়েছে। নামাযের কিছু ফরজ আছে। হজ্বের কিছু ফরজ আছে, পারিবারিক জীবনে কতিপয় বস্তু ফরজ আছে এভাবে একেক বিষয়ে একেক ফরজ রয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে ১৩০ ফরজ বলা কিছুতেই উচিত হবে বলে মনে হয় না। আপনি বরং নির্দিষ্ট ইবাদত বিষয়ে কয়টি ফরজ আছে তা আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। ইনশাআল্লাহ আমরা তা জানাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।