প্রশ্ন
আবদুল্লাহ,
সিলেট, মৌলভীবাজার, বাংলাদেশ।
আসসালামু আলাইকুম,
বিষযঃ রোযা
১-প্রশ্নঃ গত রমজান মাসে আমি কয়েকটি রোযা ইচ্ছাকৃত বীর্যপাত ঘটিয়ে নষ্ট করে ফেলেছি। কিন্তু এভাবে কয়টি রোযা নষ্ট করেছি তা সঠিক মনে নেই। যতটুকু মনে হচ্ছে ৩/৪ টি। এখন আমাকে কি করতে হবে? কাফফারার বিধান কি??
শুনেছি যারা ইচ্ছাকৃইতভাবে রোযা নষ্ট করে তাদের টানা ৬০ দিন রোযা রাখতে হয় অথবা ৬০ জন মিসকিনকে খাওয়াতে হয়। আমারতো এতটা সামর্থ নেই। আর আমার রোযা নষ্ট করার এই বিষয়টা আর কেউ জানে না। আমি এখন কি করতে পারি?
বিষয়ঃ জ্ঞান
২-প্রশ্নঃ হানাফী এবং হাম্বলী মাযহাব সম্পর্কে বিস্তারিত জানতে হলে কি কি বই পড়া যেতে পারে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
প্রথমাংশ
আপনার কাজটি মোটেও ভাল হয়নি। খুবই গোনাহের কাজ করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কায়মানোবাক্যে ক্ষমা চান।
মাসআলা হল- স্ত্রী সহবাস ছাড়া অন্য কোন উপায়ে বীর্যপাত করে রোযা নষ্ট করলে কাফফারা ওয়াজিব হয় না। শুধু কাযা আদায় করা আবশ্যক হয়। কাফফারা নয়। {ফাতওয়ায়ে শামী : ৩য় খন্ড,৩৭৮পৃ:}
দ্বিতীয়াংশ
ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেক দিন আগে বাংলায় একটি কিতাব বেরিয়েছিল। যার নাম “ফিক্বহ ও ফাতাওয়া”। উক্ত কিতাবটি সংগ্রহ করে পড়ুন। ইনশাআল্লাহ সহজ ভাষায় অনেক তথ্য পাবেন। জাযাকাল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।