প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / ঘুষ দেয়া থেকে বাঁচতে মিথ্যা বলার হুকুম কী?

ঘুষ দেয়া থেকে বাঁচতে মিথ্যা বলার হুকুম কী?

প্রশ্ন

Assalamu ‘Alaikum….
হযরত, কেমন আছেন?
প্রশ্নঃ বিষয়টা এমন- -স্কুল-কলেজের কোন কাজে বা অফিসের কোন কাজে বা এই রকম অন্য কোন ক্ষেত্রে আমার কাজ সম্পাদন করে দেওয়ার জন্য যদি ঐ কর্মকর্তা বা কর্মচারী আমার কাছে ঘুষ চায়; এবং আমার পকেটে যদি টাকা থেকে থাকে তাহলে আমার ঘুষ দিতে হচ্ছে নইলে আমার কাজ সম্পাদন হচ্ছে না! এমতাবস্থায় যদি আমি মিথ্যা বলে যেমন- ‘আমার কাছে টাকা নাই’ এরকম বলে নিজেকে ঘুষ প্রদান হইতে বিরত রাখতে সক্ষম হই, তবে সে ক্ষেত্রে মিথ্যা বলা যাবে কি?
Redwan Hussain Rahat
Barisal Polytechnic Institute,Barisal,Bangladesh.

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

নিজের উপর থেকে জুলুম দূর করার জন্য যদি সরাসরি মিথ্যা বলা ছাড়া আর কোন পথ না থাকে, তাহলে মিথ্যা বলা জায়েজ। বাকি প্রথমে চেষ্টা করবে যেন সরাসরি মিথ্যা না হয়। যদি সক্ষম না হয়, তাহলে মিথ্যা বলা জায়েজ আছে জুলুমের হাত থেকে রক্ষা পেতে। আর অহেতুক অর্থ জরিমানাও একটি জুলুমের অংশ।তাই প্রয়োজনে এখানেও মিথ্যা বলার সুযোগ আছে। বাকি যদি সামান্য অর্থ হয়। যা দিতে খুব একটা কষ্ট হয় না, তাহলে মিথ্যা না বলাই উচিত।

(وَالْكَذِبُ حَرَامٌ إلَّا فِي الْحَرْبِ لِلْخُدْعَةِ وَفِي الصُّلْحِ بَيْنَ اثْنَيْنِ وَفِي إرْضَاءِ الْأَهْلِ وَفِي دَفْعِ الظَّالِمِ عَنْ الظُّلْمِ) (مجمع الأنهر، كتاب الكراهيات، فصل فى المتفرقات-2/552

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

0Shares

আরও জানুন

লাহনে জলী কিরাত পড়া ইমামের পিছনে ইক্তিদা করার হুকুম কী?

প্রশ্ন আস্সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রশ্নঃ হজরত মুফতি সাহেব দা:বা: আমার নাম মোহাম্মদ নুমান সিঙ্গাপুর থেকে| আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *