প্রশ্ন
খালি মাথায় নামায পড়ার হুকুম কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
খালি মাথায় নামায পড়া মাকরূহে তাহরীমী। কারণ রাসূল সাঃ টুপি বা পাগড়ি মাথায় দিয়েই নামায আদায় করতেন। {আপকি মাসায়িল আওর উনকা হল-৩/৩২৬}
وكيره ان يصلى حاسرا أى حال كونه كاشفا رأسه تكاسلا (حلبى كبير-348
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।