প্রচ্ছদ / ঈমান ও আমল / আব্দুল কাদীর জিলানী রহঃ সম্পর্কে এক পায়ে দাঁড়িয়ে কুরআন খতম করার ঘটনা কি সত্য?

আব্দুল কাদীর জিলানী রহঃ সম্পর্কে এক পায়ে দাঁড়িয়ে কুরআন খতম করার ঘটনা কি সত্য?

প্রশ্ন

আসসালামু আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহ্, হযরত
মুফতি সাহেব দাঃবাঃ

এক মাওলানা সাহেবকে বলতে শুনলাম যে, “বড় পীর আঃ কাদের জীলানী
রহঃ এক পায়ের উপর ভর করে সম্পূর্ণ কুরআন মাজীদ খতম করেছেন।” এ ঘটনা সত্য
কি না জানিয়ে বাধিত করবেন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এরকম কোন কথা আমরা বড় পীর আব্দুল কাদীর জিলানী রহঃ সম্পর্কে সঠিক সূত্রে পাইনি। বাকি এমন হতে পারে। এতে আশ্চর্য হবার কিছু নেই। বুজুর্গানে দ্বীন আল্লাহ তাআলাকে পাবার আশায় আরো অনেক মেহনত পরিশ্রম করেছেন। সুতরাং এসব ঘটনাকে যতক্ষণ পর্যন্ত সঠিক সূত্রে জানা না যায় বর্ণনা না করা উচিত। বাকি সঠিক সূত্রে জানতে পারলে তা বলতে কোন সমস্যা নেই। এসব বিষয় ঈমান ও আকিদার সাথে কোন সম্পর্ক রাখে না।

রাসূল সাঃ বনী ইসরাঈলের ঘটনাও বর্ণনা করতে অনুমতি প্রদান করেছেন। সেখানে উম্মতী মুহাম্মদীর মাঝে সংগঠিত ঈমান ও আমল উদ্দীপক ঘটনা বর্ণনা করা জায়েজ হবার ব্যাপারে কোন প্রশ্নই থাকতে পারে না।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلاَ حَرَجَ،

হযরত আব্দুল্লাহ বিন আমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌছে দাও। আর বনী ইসরাইলীদের থেকে বর্ণনা করতে পারো, কোন সমস্যা নেই। {সহীহ বুখারী, হাদীস নং-৩৪৬১}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

 

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *