প্রশ্ন
রবিউল ইসলাম
রংপুর মেডিকেল কলেজ,
রংপুর।
আসসালামু আলআইকুম। ,আমি খেয়াল করেছি যে বিশ্ব ইজতেমা সহ, বিভিন্ন মারকায মসজিদ গুলোতে মাইকে আযান দেওয়া হয়না এবং ঈমাম সাহেবরা নামাজের সময়ও মাইক ব্যবহার করেন না। কিন্তু বেশীরভাগ মসজিদ গুলোতে দেখি এর উল্টা। আমাকে যদি দলিল সহ ব্যাপারটা বুঝিয়ে বলতেন তাহলে আমার খুব উপকার হত।
উত্তর
بسم الله الرحمن الرحيم
অপ্রয়োজনীয় শোরগোল কাম্য নয়। অনেক মসজিদেই প্রয়োজন না থাকা সত্বেও মাইক ব্যবহার করে নামায পড়া হয়, যা কিছুতেই উচিত নয়। অপচয় খুবই মারাত্মক গোনাহের কাজ। বিশেষ করে নামায শেষের মুনাজাত ইত্যাদির সময় মাইক ব্যবহারের ফলে যদি পিছনে মাসবুক ব্যক্তি বা নফলরত ব্যক্তির নামাযে ডিষ্টার্ব হয়, তাহলে একাজটি যে হারাম এতে কোন সন্দেহ নেই।
পক্ষান্তরে প্রয়োজনীয় স্থানে অপ্রয়োজনীয় সুফি সাজাও ইসলাম পছন্দ করে না। যেখানে মাইক ব্যবহার প্রয়োজন। মানুষের জন্য নামায পড়া, আজান শোনার ক্ষেত্রে সহজতা আসে সেখানে গোঁড়ামী করে তা বর্জন করা উচিত নয়।
তাবলীগের মার্কায বা মসজিদগুলোতে কি কারণে তারা মাইক ব্যবহার করেন না, সেটি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নিন।
وَيَجُوزُ أَنْ يَبْنِيَ مَنَارَةً مِنْ غَلَّةِ وَقْفِ الْمَسْجِدِ إنْ احْتَاجَ إلَيْهَا؛ لِيَكُونَ لِلْجِيرَانِ وَإِنْ كَانُوا يَسْمَعُونَ الْآذَانَ بِدُونِ الْمَنَارَةِ فَلَا، كَذَا فِي خِزَانَةِ الْمُفْتِينَ. (الفتاوى الهندية، كتاب الوقف، الباب الحادى عشر فى المسجد-2/462، المحيط البرهانى، كتاب الوقف، نوع آخر فى المسائل التى تعود الى الوقف على المسجد-
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইজতেমা ময়দানে এবং মার্কাজ মসজিদ সমূহে ইসলামের
প্রবর্তনকালীন সময়কার স্বাদ
এনে দিতে আযান এবং নামাযের
সময় কোনো মাইক ব্যবহার করা হয় না।
মূল ইমামের আওয়াজ শুনে বিভিন্ন
খিত্তার
দায়িত্বে থাকা জিম্মাদারদের
পুণরাবৃত্তির মাধ্যমে ইমামের
আওয়াজ ছড়িয়ে যায় পুরো ময়দান বা মসজিদ
জুড়ে। আর সেই
আহবানে সাড়া দিয়ে মুক্তাদিগণ
নামায আদায় করেন।
(এখানে আবার সুফি সাজল কোথায় তা আমার বুঝে আসল না।)