প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / অনুপস্থিত ব্যক্তির পক্ষ থেকে উপস্থিতির সাক্ষর করার হুকুম কি?

অনুপস্থিত ব্যক্তির পক্ষ থেকে উপস্থিতির সাক্ষর করার হুকুম কি?

প্রশ্ন

assalamualikum mufti saheb.

আমরা মেডিকেল এর ছাত্র। এখানে প্রতিদিন উপস্থিতি খাতায় নিজ নিজ স্বাক্ষর করতে হয়।

মেডিকেলে উপস্থিতির উপর পরীক্ষা তে বসতে দেয়া হয়। তাই কেউ না ক্লাসে না
গেলে তার বন্ধুকে বলে যে তার স্বাক্ষর করে দিতে, যদিও সে অনুপস্থিত।

আমার প্রশ্ন, অন্যজনের স্বাক্ষর করে দেয়া কি যায়েজ হবে?
এটি কি মিথ্যা সাক্ষ্য দেয়ার মত অপরাধ নয়?

মুনতাসির মামুন
কক্সবাজার মেডিকেল কলেজ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না, একাজটি জায়েজ হবে না। এখানে একই সাথে কয়েকটি গোনাহ করা হচ্ছে। যথা-

১- মিথ্যা কথা বলা হচ্ছে।

২- ধোঁকা দেয়া হচ্ছে।

৩- মিথ্যা সাক্ষ্য দেয়া হচ্ছে।

অথচ উপরের প্রতিটি কাজই নিষিদ্ধ। তাই এভাবে অনুপস্থিত ব্যক্তির পক্ষ থেকে স্বাক্ষর করা জায়েজ হবে না।

وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا [٢٥:٧٢]

এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়,তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়। {সূরা ফুরকান-৭২}

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى البِرِّ، وَإِنَّ البِرَّ يَهْدِي إِلَى الجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا. وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا»

হযরত আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, সত্য পূণ্য দান করে। আর পূণ্য জান্নাত দান করে। নিশ্চয় ব্যক্তি সত্য বলতে বলতে সিদ্দীক গুণে গুনান্বিত হয়ে যায়। আর মিথ্যা গোনাহ দান করে। আর গোনাহ জাহান্নামে পৌছায়। আর নিশ্চয় ব্যক্তি মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। {বুখারী, হাদীস নং-৬০৯৪}

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الكَبَائِرِ، قَالَ: «الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَشَهَادَةُ الزُّورِ»

হযরত আনাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ কে কবিরা গোনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, [কবীরা গোনাহ হল] আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতা মাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেয়া। {বুখারী, হাদীস নং-২৬৫৩}

রাসূল সাঃ ইরশাদ করেছেন- لَيْسَ مِنَّا مَنْ غَشَّ তথা যে ব্যক্তি ধোঁকা দেয়, সে আমাদের দলভূক্ত নয়। {মুসনাদে আহমাদ, হাদীস নং-৭২৯২}

তাই এ মিথ্যা সাইন করা থেকে বিরত থাকতে হবে।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

 

আরও জানুন

ভাড়া বাসায় স্বামী মারা গেলে স্ত্রী কোথায় ইদ্দত পালন করবে?

প্রশ্ন এক ব্যক্তির দুই স্ত্রী। এক স্ত্রী তার গ্রামের বাড়ি থাকে, আরেক স্ত্রী ঢাকা ভাড়া …

No comments

  1. jajjakAllah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *