প্রশ্ন
ঘুমে বাজে স্বপ্ন দেখার পর স্বপ্ন তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে গেলাম।। এরপর টইলেটে যাওয়ার পর দেখে বীর্য গুপ্ত অঙ্গের আগায় ।।কিন্তু বের হয় নাই।।তারপর আমি এস্তেঞ্জা সেরেছি।। এমন অবস্থায় আমার কি গোসল ফরয হইসে???
প্রশ্নকর্তা- নাম প্রকাশে অনিচ্ছুক
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি বের না হয়, শুধু অগ্রভাগে আসার দ্বারা গোসল করা আবশ্যক হবে। কারণ গুপ্ত অঙ্গের অগ্রভাগে বীর্য আসাই প্রমান করে তা বেরিয়েছে। তাই গোসল করতে হবে।
হযরত আবূ সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন,
إِنَّمَا الْمَاءُ مِنَ الْمَاءِ
তথা পানি [বের হবার দ্বারা] পানি {শরীরে ঢালা তথা গোসল] আবশ্যক হয়। {সহীহ মুসলিম, হাদীস নং-৩৪৩}
(لا) يفترض (ان تذكر ولو مع اللذة) والإنزال (ولم ير) على رأس الذكر (بللا) اجماعا (وكذا المرأة) مثل الرجل على المذهب (الدر المختار-1/164)
وفرض الغسل عند خروج المنى منفصل عن مقره بشهوة وإن لم يخرج بها (الدر المختار)
وقال ابن عابدين، (قوله: بشهوة) متعلق بقوله: منفصل، احترزبه عما لو انفصل بضرب أو حمل ثقيل على ظهره، فلا غسل عندنا، (رد المحتار-159)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।