প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / তালাকপ্রাপ্তা মহিলার মোহরের হুকুম কি? সে কি নিতে পারবে?

তালাকপ্রাপ্তা মহিলার মোহরের হুকুম কি? সে কি নিতে পারবে?

প্রশ্ন

আসসালাম আলাইকুম , আমার নাম মোঃ রাবিউল ইসলাম , আমি ভারত থেকে ।

আমার একটা প্রশ্নের জবাব দিবেন দয়াকরে ।

আমার এক বোন স্বামীর জ্বালা সহ্য করতে না পারাই তালাক নিছে , ১ বছর আগে বিয়ে হয়ে ছিল । বোন টা কি কোন মহর রাখতে পারবে ?

সালাম।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আসলে এ বিষয়ে বিস্তারিত না জেনে কোন মন্তব্য করা যাচ্ছে না। তবু উসুলী কথা জানিয়ে দিচ্ছি।

আপনার বোন যদি টাকার বিনিময়ে খোলা তালাক নিয়ে থাকে, আর তাতে শর্ত করে দেয় যে, মোহর মাফ করার শর্তে তালাক নিচ্ছে। তাহলে আপনার বোন মোহর রাখতে পারবে না। যেহেতু এটি মাফ করানোর শর্তে তালাকটি নিয়েছে।

কিন্তু যদি খোলা তালাক না হয়। বা মোহর মাফ করানোর কোন শর্তারোপ না করে থাকে, তাহলে যদি বিয়ের পর স্বামীর সাথে ঘরসংসার করে থাকে, তাহলে আপনার  বোন তালাকপ্রাপ্ত হলেও পূর্ণ মোহরেরই দাবিদার। তাকে সেই মোহর দিতে হবে। সেই হিসেবে আপনার বোন অবশ্যই সেই মোহর রেখে দিতে পারবেন।

قوله تعالى- فَإنْ خِفْتُمْ أَنْ لاَ يُقِيمَا حُدُودَ اللهِ فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا فِيما افْتَدَتْ بِهِ  (سورة البقرة-229

আর যদি তোমরা আশংকা কর যে, তারা উভয়ে আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে না, তবে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে নিষ্কৃতি পেতে চায় তাহলে উভয়ের মধ্যে কারো কোন অপরাধ নেই। {সুরা বাকারা-২২৯}

واذا خلا الرجل بامرأته وليس هناك مانع من الوطئ ثم طلقها فلها كمال المهر، (الهداية-2/325

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *