প্রচ্ছদ / পরিবার ও সামাজিকতা / মহিলা ডাক্তার না থাকা অবস্থায় প্রয়োজনে পুরুষ ডাক্তারের সামনে নারীদের সতর খোলার হুকুম কি?

মহিলা ডাক্তার না থাকা অবস্থায় প্রয়োজনে পুরুষ ডাক্তারের সামনে নারীদের সতর খোলার হুকুম কি?

প্রশ্ন

হাসপাতাল ও diagnostic clinic গুলোতে মহিলা doctor ও technitian খুব অপ্রতুল। পুরুষ ডাক্তার বা টেকনেশিয়ানের সামনে চিকিৎসা প্রয়োজনে সতর খোলার হুকুম কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি কোন উপায় না থাকে, তাহলে যা না হলে নয় এতটুকু সতর খোলা জায়েজ। তবে এক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন নারীদের জন্য নারী ডাক্তারের ব্যবস্থা করা। যদি এটি একেবারেই সম্ভব না হয়, তাহলে চেষ্টা করবে বয়স্ক ডাক্তারের। যদি এটিও সম্ভব না হয়, তাহলে অপারগ অবস্থায় যতটুকু সম্ভব পর্দা রক্ষা করে প্রয়োজনীয় অংশ খোলা জায়েজ আছে।

وَيحرم النّظر إِلَى الْعَوْرَة إلاَّ عِنْد الضَّرُورَة كالطبيب (ملتقى الأبحر مع مجمع الانهر، كتاب الكراهية، فصل فى النظر-4/199، تبيين الحقائق، كتاب الكراهية، فصل فى النظر واللمس-7/38، الفتاوى السراجية، كتاب الكراهية، باب النظر واللمس-73، حاشية صحيح البخارى-1/403)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *