প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / নবীজী সাঃ এর নামে কুরবানী দেয়া যাবে কি? কুরবানীতে শরীক সবার নাম জবাইয়ের সময় বলা জরুরী?

নবীজী সাঃ এর নামে কুরবানী দেয়া যাবে কি? কুরবানীতে শরীক সবার নাম জবাইয়ের সময় বলা জরুরী?

প্রশ্ন

মোঃ সাজিদ সরকার, গন্ডারদিয়া,  শুকুন্দী, মনোহরদী, নরসিংদী।

কেউ যদি রাসূলের নামে কুরবানী করতে চায়’  তাহলে রাসূলের নামে কুরবানী করতে  পারবে কী?

কুরবানীর শরিকদের নাম মুখে বলা কি জরুরি? ,  আর বললে কখন বলতে হবে?

 উত্তর

بسم الله الرحمن الرحيم

রাসূল সাঃ এর নামে কুরবানী দেয়া

রাসূল সাঃ এর নামে কুরবানী দেয়া শুধু জায়েজই নয় বরং উত্তমও বটে। রাসূল সাঃ উম্মতীদের পক্ষ থেকে কুরবানী দিতেন। নবীজী সাঃ যদি আমাদের নামে কুরবানী দিতে পারেন, তাহলে নবীর জন্য উম্মতীদের কুরবানী দেয়াতো দায়িত্বের মাঝেই পড়ে যায়।

তাই যাদের সামর্থ আছে, তারা একটি কুরবানী রাসূল সাঃ এর নামে দিবে। এটি উত্তম।

عَنْ حَنَشٍ، قَالَ: رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ: مَا هَذَا؟ فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْهُ»

হযরত হানশ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আলী রাঃ কে দেখলাম তিনি দু’টি বকরী কুরবানী করলেন। আমি তাকে বললাম, এটি কি? [আপনার উপরতো একটি আবশ্যক ছিল কিন্তু আপনি দু’টি করলেন কেন?] তিনি বললেন, নিশ্চয় রাসূল সাঃ আমাকে অসিয়ত করেছেন তার পক্ষ থেকে কুরবানী করতে। এ কারণে আমি তার পক্ষ থেকে কুরবানী করছি। {আবু দাউদ, হাদীস নং-২৭৯০}

শরীকদের নাম মুখে বলা জরুরী কি?

নাম মুখে বলা জরুরী নয়। বরং কুরবানী করার সময় এতটুকু নিয়ত থাকলেই হবে যে, এই পশুটি যাদের তাদের পক্ষ থেকে কুরবানী করা হচ্ছে। ব্যস মনে মনে এতটুকু নিয়ত থাকলেই যথেষ্ট।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

No comments

  1. জাজাকালহ । খুব উপকার হল । আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *