প্রশ্ন
মোহতারাম
যদি কোন মহিলা তার স্বামীকে খুলা তালাক (টাকার বিনিময়ে স্বামী এবং স্ত্রী মধ্যে সমঝোতার মাধ্যমে) দেয়, তা হলে, সেই মহিলার জন্যে ইদ্দত কাল পালন করা জরুরী কিনা? এবং কত দিনের মধ্যে পুনুরায় বিবাহ করার অনুমতি আছে।
জানালে বাধিত হব।
খন্দকার হাবিবুজ্জমান
উত্তর
بسم الله الرحمن الرحيم
খোলা এর মাধ্যমে এক তালাকে বাইন পতিত হয়।
খোলা তালাকপ্রাপ্তা মহিলার উপর তিন হায়েজ পরিমাণ ইদ্দত পালন করা জরুরী। তিন হায়েজ শেষ হওয়ার আগে উক্ত মহিলার জন্য অন্য কারো সাথে বিবাহ করা জায়েজ নয়। ইদ্দত শেষ হওয়ার পর বিবাহ করতে কোন সমস্যা নেই।
তবে প্রথম স্বামীর সাথে ইদ্দত শেষ হওয়ার আগে বা পরে নতুন করে বিবাহ করা জায়েজ আছে যদি তিন তালাকের উপর খোলা না করে থাকে। যদি তিন তালাকের উপর খোলা করে থাকে, তাহলে প্রথম স্বামীর জন্য ইদ্দত শেষ হয়ে গেলেও বিবাহ করা জায়েজ হবে না।
عَنِ ابْنِ عَبَّاسٍ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «جَعَلَ الْخُلْعَ تَطْلِيقَةً بَائِنَةً»
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ খোলাকে এক তালাকে বাইন সাব্যস্ত করেছেন। {সুনানে দারা কুতনী, হাদীস নং-৪০২৫, মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-১৮৪৪৮, মুজামে আবী ইয়ালা, হাদীস নং-২৩০, আসসুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-১৪৮৬৫}
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ ۚ [٢:٢٢٨
আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েজ পর্যন্ত। {সূরা বাকারা-২২৮}
فى الفتاوى الهندية-إذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائها وإن كان الطلاق ثلاثا في الحرة وثنتين في الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا (الفتاوى الهندية-1/472-473
তথ্যসূত্র
বজলুল মাযহুদ-৩/২৮৮
আওযাজুল মাসালিক-১০/১০৯
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।