প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / প্রথম সেজদায় পাঁচবার আর দ্বিতীয় সেজদায় তাসবীহ পড়লে নামাযে কোন সমস্যা হয় কি?

প্রথম সেজদায় পাঁচবার আর দ্বিতীয় সেজদায় তাসবীহ পড়লে নামাযে কোন সমস্যা হয় কি?

প্রশ্ন

Assalamuwalaikum, my name is Md. Sajedul Islam from md.pur. amar 1 ta qustion chilo. ta holo- ami jodi foroj,sunnat, oajib ba nofol namaj a ichha kore ruku o sejdar tasbi gulu ogochalo vabe pori jemon 1st rakater rukute 3 bar 1st sejdai 5 bar 2nd sejdai 7 bar pori ate kono namajer khoti hobe kina. janale upokrito hobo.

প্রশ্নকর্তা – Md.Sajedul Islam Sajol

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এতে নামাযের কোন ক্ষতি হয়নি। রুকু সেজদার তাসবীহ বেজোড় সংখ্যায় যত ইচ্ছে পড়া জায়েজ আছে। একেক রুকুনে তাই একাধিক সংখ্যার তাসবীহ বলায় আপনার নামাযের কোন সমস্যা হয়নি।

عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ قَالَ فِي رُكُوعِهِ ثَلَاثَ مَرَّاتٍ: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ فَقَدْ تَمَّ رُكُوعُهُ وَذَلِكَ أَدْنَاهُ، وَمَنْ قَالَ فِي سُجُودِهِ ثَلَاثَ مَرَّاتٍ: سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى فَقَدْ تَمَّ سُجُودُهُ وَذَلِكَ أَدْنَاهُ “

হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি রুকুতে তিনবার বলে “সুহাবাহানাল্লা রাব্বিয়াল আজীম” তাহলে তার রূকু পূর্ণ হয়ে গেছে। তবে এটি সর্বনিম্ন সংখ্যা। আর যে ব্যক্তি সেজদায় তিনবার বলে “সুবহানা রাব্বিয়াল আ’লা” তাহলে তার সেজদা পূর্ণ হয়ে গেছে। তবে এটি সর্বনিম্ন পরিমাণ।

মুসনাদে আবু দাউদ, হাদীস নং-৩৪৭,

সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৮৯০,

সুনানে তিরমিজী, হাদীস নং-২৬১,

তাহাবী শরীফ, হাদীস নং-১৩৯১}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

সাক্ষীদের না জানা অবস্থায় ইংরেজী ভাষায় ইজাব কবুল করলে বিবাহ হবে কি?

প্রশ্ন সম্মানিত মুফতি সাহেব,আল্লহ আপনার ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করুন।বিনয়ের সাথে একটি সমস্যার সমাধান জানতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *