প্রচ্ছদ / আহলে হাদীস / ইমামকে সতর্ক করার জন্য তাকবীর বলার প্রমাণ কি?

ইমামকে সতর্ক করার জন্য তাকবীর বলার প্রমাণ কি?

প্রশ্ন

কয়েকদিন আগে এক গায়রে মুকাল্লিদ ভাই আমাকে ২ টিং প্রশ্ন করলেন যে,

ইমামের রুকন ভুল হলে মুক্তাদি আল্লাহু আঁকবার তাকবীর দিবে এটা কোন হাদিসে আছে? তার ধারনা হানাফিরা হাদিস ছাড়াই আবু হানিফা (র) এর অনুসরণ করে থাকে।

আশাকরি উত্তর দিবেন।

মুহাম্মদ নুরুল হুসাইন

সিংগাপুর প্রবাসী।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আপনি তাকে প্রশ্ন করুন, নামাযে ভুল হলে মুক্তাদীগণ ইমামকে কি বলে সতর্ক করবে? সেই শব্দটা কী হবে? সুনির্দিষ্ট শব্দ সহীহ সরীহ হাদীসের আলোকে দেখাতে বলুন। আমাদের মাযহাব যদি ভুল হয়। তাহলে এক্ষেত্রে কী করবে? সহীহ হাদীসের আলোকে আলোকে বলতে হবে। তাকে বলুন সহীহ সরীহ হাদীসের আলোকে বলতে ইমাম ভুল করলে মুক্তাদী কী বলে সতর্ক করবে?

আমাদের মাযহাবের উক্ত মতের পক্ষে হাদীসের শব্দ স্পষ্ট। হাদীসে ইরশাদ হয়েছে-

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « التَّسْبِيحُ لِلرِّجَالِ وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ (سنن ابى داود، كتاب الصلاة، باب التَّصْفِيقِ فِى الصَّلاَةِ، رقم الحديث-940

অনুবাদ-হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-তাসবীহ হল পুরুষদের জন্য, আর তাসফীক তথা মৃদু তালি হল মহিলাদের জন্য। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৯৪০, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১০৩৪, সহীহ বুখারী, হাদীস নং-১১৪৫, সহীহ মুসলিম হাদীস নং-৯৮২}

উক্ত বর্ণিত হাদীসে নামাযরত অবস্থায় পুরুষের জন্য সতর্ক করার বিষয় নির্ধারিত করা হয়েছে তাসবীহকে আর তাসবীহের মাঝে আল্লাহু আকবার, সুহবানাল্লাহ, আলহামদুলিল্লাহ সবই শামিল। তাই আমাদের মতে ইমাম কোন ভুল করলে তাকে যে কোন প্রকারের তাসবীহ বলে সতর্ক করা যায়। আল্লাহু আকবারও বলা যাবে, অন্য কোন তাসবীহও বলা যাবে। তবে স্বাভাবিকভাবে আমাদের মাঝে আল্লাহু আকবার বললেই যেহেতু ইমাম বুঝে নেয় যে, তার ভুল হয়েছে। তাই এ শব্দ আবশ্যকীয় মনে করে নয়, বরং এটিও বলা যায় হিসেবে আল্লাহু আকবার বলা হয়ে থাকে।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

0Shares

আরও জানুন

ক্যারাম বোর্ড খেলার হুকুম কি

প্রশ্ন ক্যারম খেলা কি জায়েজ? প্রশ্নকর্তা: মো.হুমায়ুন কবির শাবিব উত্তর بسم الله الرحمن الرحيم ক্যারাম বোর্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *