প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / ফাসিক ও অশুদ্ধ কিরাত পাঠকারীর পিছনে ইক্তিদা করার হুকুম কী?

ফাসিক ও অশুদ্ধ কিরাত পাঠকারীর পিছনে ইক্তিদা করার হুকুম কী?

প্রশ্ন

বরাবর,

মুফতী সাহেব

বিষয়ঃ ইমামের কিরাত অশুদ্ধ পড়া প্রসঙ্গে ফাতওয়া চাহিয়া আবেদন।

মহাত্মন,

যথাবিহিত সম্মান প্রদর্শন পূবর্ক নিবেদন এই যে, আমাদের গ্রামের বাড়ির মসজিদের ইমাম সাহেব চলে যাওয়ার কারনে এখন ইমাম পদটি খালী। নামাজের সময় হলে যে কোন একজন নামাজ পড়িয়ে দেয়। ঈদের সময় আমি বড়িতে গিয়ে মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাই।

গিয়ে দেখি নামাজ আরম্ভ হয়ে গেছে এবং ইমামতি করছে সেভ করা ও শার্টপেন্ট পড়া একজন লোক, যার কিরআত পড়াও অসুদ্ধ। ( আমার জানামতে তার আকিদা ও সঠিক না। যেমন- সে তাবলীগ যারা করে তাদের দেখতে পারে না এমনকি তাবলীগ ওয়ালাদের ও দেওবন্দীদের ও সঠিক মনে করে না। সে শিবির ও জামায়াতে ইসলাম ছাড়া অন্য সব দল যেমন- চরমোনায়ের পীর ,হাটহাজারির হযরত,নানুপূরের হযরত, সন্দীপের হযরত সবাইকে গোমরাহ মনে করে) তাই আমি একা একা নামাজ পড়ে নেই। যার কারনে সে আমার নামে কূৎসা রটনা করে। এবং বলে আমার নামাজ হবে না।

২য় দিন গিয়েও দেখি অন্য একজন সেভ করা ও শার্টপেন্ট পড়া লোক নামাজ পড়াচ্ছে, যার কিরআত পড়াও অশুদ্ধ।

বি:দ্র: আমার দাড়িও আছে আর আল-হামদুলিল¬াহ তিলাওয়াতও শুদ্ধ।

এখন আমার প্রশ্ন—

০১.     আমার ১ম দিনের নামাজ কি হয় নাই ?

০২.    আমি যদি তার পিছনে নামাজ পড়তাম তাহলে আমার নামাজ হত কিনা ?

০৩.    সেভ করা ও সার্টপেন্ট পড়া লোকের পিছনে কোন আলেমের নামাজ হবে কি ?

০৪.    ঐ মূহুর্তে আমার করণীয় কি ?

নিবেদক

মো ঃ নাহিদ নাদিম

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র

পলাশ, নরসিংদী।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যে ব্যক্তি দাড়ি সেভ করে ফেলে সে ফাসিক। ফাসিক ব্যক্তির পিছনে নামায পড়া মাকরূহে তাহরীমি।

فى الفتاوى الهندية – ( ويكره إمامة عبد وأعرابي وفاسق وأعمى

وفى رد المحتار ( قوله وفاسق ) من الفسق : وهو الخروج عن الاستقامة ، ولعل المراد به من يرتكب الكبائر كشارب الخمر ، والزاني وآكل الربا ونحو ذلك ، (رد المحتار- كتاب الصلاة، باب الإمامة-2/298-299)

 তথ্যসূত্র

১-ফাতাওয়ায়ে শামী- ২/২৯৮-২৯৯

২-ফাতাওয়ায়ে হিন্দিয়া- ১/১৪১

৩-মিনহাতুল খালেক আলাল বাহরির রায়েক-১/৬১১

৪-ফাতহুল কাদীর-১/৩৬০

৫-মাজমাউল আনহুর-১/১৩৯

৬-আল জাওহারুন নায়্যিরাহ-১/১৫৯-১৬০

৭-আল বাহরুর রায়েক-১/৬১১

৮-বাদায়েউস সানায়ে-১/৩৮৬

৯-ফাতাওয়া নাওয়াজেল-৭৮

১০-আল হিদায়া-১/১২৪

১১-ফাতওয়া তাতারখানিয়া-২/২৫০

১২-হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর-১/২৪৩

কিরাত বিশুদ্ধ এমন ব্যক্তির নামায কেরাত অশুদ্ধ এমন ব্যক্তির পিছনে শুদ্ধ হয় না। সে হিসেবে আপনার পদক্ষেপ সঠিক ছিল। আপনার নামাযও শুদ্ধ হয়েছে।

আপনি মুসল্লিদের মাসআলাটি বুঝান। যদি তারা বুঝে তাহলেতো ভাল। না বুঝলে আপনি অন্য মসজিদে নামায পড়–ন।

فى الفتاوى الهندية – ولا يصح اقتداء القارئ بالأمي وبالأخرس

ফাতাওয়া শামী- ২/৩২৪

ফাতাওয়া হিন্দিয়া-১/১৪৩-১৪৪

আলবাহরুর রায়েক-১/৬৩০-৬৩১

ফাতাওয়া তাতারখানিয়া-২/২৫৬

বাদায়েউস সানায়ে-১/৩৫২

আল হিদায়া-১/১৩০

আলজাওহারাতুন নায়্যিরাহ-১/১৬৫

হাশিয়াতুত তাহতাবী আলামারাকিল ফালাহ-২৮৮

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

 

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *