প্রচ্ছদ / কসম ও মান্নত / ‘সুস্থ্য হলে সোনার গয়না আর পরবো না” বলার পর সুস্থ্য হলে কি সোনার গয়না পরা যাবে না?

‘সুস্থ্য হলে সোনার গয়না আর পরবো না” বলার পর সুস্থ্য হলে কি সোনার গয়না পরা যাবে না?

প্রশ্ন

আসসালামু আ’লাইকুম,

প্রশ্ন : আমার সন্তান অসুস্থ হলে আমার স্ত্রী বলেছে যে, আমার সন্তান যদি সুস্থ হয়ে উঠে তাহলে আমি আর সোনার গহণা ব্যবহার করবো না।

এ কথার দ্বারা মান্নত হয়েছে কি?

আর যদি এটি মান্নত হয়েই থাকে তবে পুনরায় সোনার গহনা ব্যবহার করার জন্য তাকে কি করতে হবে।

জানালে উপকৃত হবো।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

কিছুই করতে  হবে না। এর দ্বারা কোন মান্নত বা কসম হয়নি। তবে যেহেতু ওয়াদা করেছিলেন। তা ভঙ্গ করা এবং হালাল জিনিসকে নিজের উপর হারাম করে নেবার কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেই হবে।

يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ ﴿التحريم: ١

ومن شروطه أن يكون عبادة مقصودة، فلا يصح النذر بعيادة المريض وتشييع الجنازة والوضوء والاغتسال ودخلول المسجد ومس المصحف والأذان وبناء الرباطات والمساجد وغير ذلك، وإن كانت قربا إلا أنها غير مقصودة (رد المحتار، زكريا-5/516، كرتاشى-3/735، بدائع الصنائع، زكريا-4/228، كرتاشى-5/82، المبسوط اللسرخسى، بيورت-3/128، الفقه الاسلامى وأدلته-3/473، دار الفكر-4/2555)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

 

0Shares

আরও জানুন

মাছের রক্ত ও পানি পাক নাকি নাপাক?

প্রশ্ন হযরত আমি জানতে চাই মাছের পানি কি পাক নাকি নাপাক?  মাছের পানি লাগা অবস্থায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *