প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / কাবিননামার অধিকার বলে স্ত্রী কর্তৃক তালাক

কাবিননামার অধিকার বলে স্ত্রী কর্তৃক তালাক

প্রশ্ন

আমার বিয়ের কাবিন নামায় ১৮ নাম্বার কলামে কিছু শতে তওফিজের পাওয়ার দেওয়া ছিল। কিন্তু বিয়ের পর কাবিন নামায় সাইন করার সময় আমার স্বামী ওই ব্যাপারে জানত কিনা তা আমি জানি না। আর বিয়ের আগেই কাবিন নামায় সাইন নেওয়া হয়েছিল কি না আমার ঠিক মনে নাই। যতটুকু আমার মনে আছে আমার সাইন পরে নেওয়া হয়েছিল। তারপর ২০১৮ সালে আমি আমার পরিবারের সাথ কোটপ যাই ডিভোজেের জন্য। কোটে যাওয়ার আগে আমি আমার স্বামীকে ফোন দিয়ে বলি যে আমি কোটে যাইতেছি। সে আমাকে বলে কোট পযন্ত যেহেতু চলেই গেছো আমার আর কিছু বলার নাই বা আমার আর কিছুই বলার নাই এমন কিছু কথা। কোটের ভিতরে থাকা কাজি অফিসে যাওয়ার পর কাজি সাহেব ছেলের কি সমস্যা। আমার ভাই বলছে ছেলের শারিরীক সমস্যা। কিন্তু তার এমন কোনো সমস্যা ছিল না। এখন তালাক নামায় কি ওই সমস্যার কথা লেখা ছিল নাকি অন্য সমস্যার কথা লেখা হয়ছিল আমি বলতে পারব না। কিন্এতু ডিভোজের পর কাজী বলেন ৩ মাস ১৩ দিন  পরে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবেন এমন কিছু। আর আমার ডিভোর্সের কারণ ছিল তার সাথে আমার ২৫ বছেরের বয়সের বব্যধান। যেই কারটা হয়তো ১৮ নান্বার কলামে লিখা ছিল না। এরপর আমরা বাসায় এসে পরি আর আমি আমার স্বামীকে মোবাইলে বলি মিথ্যা কথা বলি যে আমি কোট থেকে ফিরত আচ্ছি। ওইদিনের পর তার সাথে আমার আর কোনো যোগাযোগ হয় নাই৷ তার কিছু দিন পর আমাদের সাইড থেকে দুইজন গাডিয়ান আমার স্বামীর বাসায় যায় ডিভোর্সের কাগজ নিয়ে তাকে দেওয়ার জন্য। তারপর আর আমার স্বামী আমার সাথে যোগাযোগ করে নাই কিন্তুু তিন মাস হওয়ার আগে আমাকে একদিন মেসেজ দেয় যে সে সব কিছু ঠিক করতে চায় এমন কিছু। আমি তাকে কোনো রিপ্লাই দেই নি, বল্ক করে দিয়েছিলাম কিন্তু সে এমন কিছু তখন বলে নাই যে সে চনাকে অধিকার দেয় নাই আমি কি ভাবে কি করছি। বা সে এইটা মানতেছে না বা সে সাইন করে নাই।  আমার নানিকে দিয়েও তিন মাস হওয়ার আগেই  বলায় আমাকে যে আমি যাবো কিনা এমন কিছু। এমন কি তার দুলাভাইও আমকে একদিন কল দিয়ে বলে যাওয়ার কথা বা সব কিছু ঠিক করার কথা এমন কিছু কিন্তুু দুলাভাই ৩ মাস হওয়ার আগে কল দিয়েছিল নাকি পরে আমার ঠিক মনে নাই। কিন্তুু সেও এমন কিছু বলে নাই যে সে এইটা মানতেছে না বা মানে নাই। এরপর আরো কয়েক মাস পরে সে আমাকে আবার মেসেজ দেয় যে সে সব কিছু ঠিক করতে চায় আমাকে নিতে চায় এমন কিছু কি আমি বারবারই বলি আমি এমন কিছু করব না বা চাই না এমন কিছু। এরপর ২০২১ সালে আমার অন্য জায়গায় বিয়ে হয়। কিন্তু বিয়ের পর আমার কিছু কারণে মনে হচ্ছিল যে যেহেতু আমি তালাকের কারণটা মিথ্যা বলেছিলাম তাহলে কি আমার তালাকটা সহি হলো কিনা। আর তালাক নামায় তালাক গ্রহণের কথা লেখা ছিল না দেওয়ার কথা লেখা ছিল আমি তাও দেখতে পারতেছিলাম না। কারণ আমার কাছে কাগজগুলা নেই। কিন্তুু আমি কাজি অফিসে তালাকের অনেক কাগজ দেখেছি মেয়ে কত্বক সেইসবগুলাতে তালাক গ্রহণের কথাই লেখা ছিল। আর আমি এইটাি ভয় পাইতেছিলাম যে আমরা যেই কাগটা পাঠাইছি সেইটা খোলার কাগজ ছিল কিনা যেগেতু আমার কাছে কাগজ টা নেই আমি দেখতে পারতেছি না। কিন্তুু যতটুকু আমি জানি খোলা করানোর জন্য কাজি অফিসে ছেলে মেয়ে দুইজনেরই যেত হয় কিন্তুু আমি তো গিয়েছিলাম আমার পরিবারের সাথে একা। পরে  আমি একদিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে  আমার আগের স্বামীকে কল দেই আর তাকে বলি যে মেয়েরা তো তালাক দিতে পারে না আমাদের হয়ত তালাক হয় নাই। আর সে আমাকে বলে যে সে আগের থেকেই জানত যে আমাদের তালাক হয় নাই। আর তার কাছে যখন আমি তালাকের কাগজ গুলো দেখতে চাই সে বলে তার কাছে ওইগুলা নাই আর সে এইটাও বলে যে সে তখন ডিভোর্স পেপারে সাইন করে নাই। পরে আমি তাকে বলি যে আমাকে মুখে তালাক দিয়ে দিতে বা খোলা দিয়ে দিতে সে বলে সে এমন কিছু করবে না। আর একটা কথা যতটুকু আমি জানি মেয়েদের থেকে পাঠানো কাগজে ছেলের সাইন করার কোনো অপসেন থাকে না। পরে আমি ব্যাপারটা আমার পরিবারকে জানাই। তারপর আমার নানি তাকে কল দেয় আর বলে ওরে তুমি খোলা দিয়ে দেও আর সে নাকি তখন বলেছিল এক মুরগী কয়বার জবাই দিবে। এই কথা আমার নানি আমাকে বলে। মানে সে আমাকে এককথ আর আমার পরিবারকে আর অন্যকিছু বুঝাইতে চাইতেছিল হয়ত। এরপর আমি তাকে অনেক দিন কল দিয়ে বারবার একই কথা বলি আমাকে তালাক দিয়ে দিতে কিন্তুু দিবে না এমন কথাই বারবার বলে। তখন আমার এক আত্মীয় আছে সে একজন মুফতি এমনকি একজন কাজিও আর আমি তখন তাকে গিয়ে সব বলি তখন সে আমাকে বলে তোমার কাবিন নামা নিয়ে আসো কিন্তুু আমার কাসে আমার কাবিননামা ছিল না। তখন যেইকাজি আমার বিয়ে পরায় উনি ওনি ওই কাজির সাথে যোগাযোগ করেন। আর আমার কাবিন নামায় নাকি ১৮ নাম্বার কলামে শর্ত সাপেক্ষে পাওয়ার দেওয়ার কথা লেখা আছে। কিন্তুু আমি আমার কাবিন নামা নুজ চোখে ূেখি নাই। তিনি আমাকে ২ জন মানুষের সামনে ১৮ নাম্বার কলামে বলে আর ১৮ নান্বার কলামের সমস্ত কারণ থাকার কারণে (…… ) এমন ভাবে কিছু কথা বলান। আমি দুঃখিত শব্দগুলো উচ্চারণ না করার কারণে আপনি বুঝে নিবেন। আর আমাকে কিছু নোটিশেও সাইন করান। কি কিন্তু নোটিশে  তওফিজের কারণ লেখা ছিল মনের আর বলেন তোমার যদি আগে কোনো সমস্যা থেকেও থাকে এখন আর চিন্তার কোনো কারণ নেই। কিন্তুু এই ব্যাপারে আমি আমার আগের স্বামীকে কিছুই বলি নাই। এমনকি কোনো কাগজও তাকে আর পাঠাই নাই।আমি ভাবছিলাম কোনো সমস্যা হবে না। এখন এই ব্যাপারে আমার এই কাজ করার ব্যাপারে  নানি বা আমার পরিবারের কেউ আমার পরিবারের কেউ তাকে কিছু জানিয়েছিল কিনা তা আমি জানি না। এরইমধ্যে ২০২৩ সালে আমার ২য় স্বামীর সাথে আমার.(..ডি….)  উচ্চারণ করলাম না বুঝে নিবেন। তারপর ২০২৩ সালে তাকে আমি আবার ফোনদিয়ে বারবার তালাক চাইতে থাকি। তখন যে আমাকে একটা পযার্য়ে বলে বেশি চিন্তা করবা বেশি সমস্যা কম চিন্তা কইবা কম সমস্যা। তখন একটা পযায়ে আমি তাকে বলি যে আমাকে তুমি তালাক দিয়ে দাও আমি তোমার সাথে থাকব না তখন সে বলে তুমি তো এখন নিজে নিজেই থাকতেছ তুমি কি আমার কাছে আছো। তখন আমি বলি আমি এখন আমি যদি একটা দূরে থেকেও একটা সম্পর্কের মধ্যে থাকি তাহলে কি হইলো। তখন সে বলে এখন তোমার কাছে যদি মনে হয় যে না হয় তাহলে কি করার। এমনকি আবার তালাক চাওয়ার পর এমন কথাওবলে যে পড়াশোনা করতেছো, পড়াশোনা কর জ্ঞান বুদ্ধি হবে। এরপর ২০২৪ সালেই তাকে আমি আবার ফোনদিয়ে বারবার তালাক চাই তখন সে আমাকে একটা পযার্য়ে বলে যে আমার যদি কিছু থাকত আমার কাছে আমি করে দিতাম। তখন আমি বলি কেন নাই তোমার কাছে সে বলে সেই বুদ্ধি তোমার এখনও হয় নাই। তখন আমি তাকে বলি যে আমাকে জোর করে বিয়ে দিছিল সে বলে তুমি তোমার মতো আলাদা হইছ। আমি বলি যে ওইটাতো হয় নাই তখন সে বলে যে তুমি তোমার মতো আলাদা হইছ thn একটা  relation তুমি করছ ওইখান থেকেও তুমি আলাদা হইছ এখন আরও একটা relation  করবা৷ এইখানে তুমি নিজেই তৈরি করে নিছ সবকিছু। এখানে অন্য কারো কিছু করার দরকার নাই। তখন আমি বলি যে আমি আগে বুঝলে আগে তোমার কাছ থেকে তালাক নিতাম তারপর যা ইচ্ছা করতাম। তখন সে বলে এখন যেহেতু তুমি তোমার মতো সিদ্ধান্ত নিয়ে চলছ। তুমি তোমার মতোই এখন চলো। কিন্তুু পরে  ২০২৪ সালে যখন আমি তারে ফোন দিয়ে তালাক চাই সে আমাকে এমন কথা বলে যে তুমি যে তখন ওইটা করছ কার অনুমতি নিয়ে করছ। আমি তখন তোমার আত্মীয় কে বলছিলাম যে আমি সাইন করব না তুমি জিজ্ঞেস করে দেইখো। কিন্তুু এই ব্যাপারে আমি তখন কিন্তুুই জানতাম না। কিন্তু আমাকে বুঝাতে চাচ্ছিল যে তালাকটা হয় নাই। সে একএক বার এক এক কথা বলে আমাকে কিলিয়ার করে কিছু বলতেছিল না। আর যেহেতু আমার কাছে কাগজ নাই আমি দেখতেও পারতেছি না। এ খন এর হুকুম কি। এরমাঝে তাকে আমি আবার ফোনে ২০২৪ সালে বলি তালাক দিয়ে দিতে সে বলে যেইদিন মন থেকে আসবে ওইদিন দিবে। আর এইটাও বলে যে আমার মনে হয় না এইখনো আমার কিছু করার কাছে কারণ যা করার বা যেইভাবে যা করার  তোমরা করে করছো। আর সে নাকি আমার মাকে এইটাও বলছে ২০২২-২৩ সালে যে সে আমাকে ছাড়ে নাই। এমনকি আমাকেও বলছিল ২০২২ সালের পরই যে আমি তো কি ছাড়ছি যা করার তুমনেহি  করছ। সুতরাং তার কথার কোনো ঠিক ছিল না। এক এক বার একএক ধরণের কথা। এমন আরও অনেক কথা হইয়ে আমাদের মধ্যে আমি সব বলে প্রশ্ন লম্বা করলাম না। আসলে তার কথায় আমি নিজেই বুঝতেছিলাম না যে কি বুঝতে চাইতেছে। এক এক বার এক এক কথা। আমাকে একটা কনফিউশনের মধ্যে রাহতে চাইতেছিল হয়ত। এখন এইসবের হুকুম কি? আমার ডিভোর্স টা কি আগে এইছে নাকি পরে?  

উত্তর

بسم الله الرحمن الرحيم

প্রথম স্বামীর সাথে বিয়ের সময় কাবিননামায় যে শর্তে তালাকে তাফয়ীজ গ্রহণের অধিকার প্রদান করা হয়েছে, সেইসব শর্ত পাওয়া গেলে যদি নিয়মমাফিক নিজের উপর তালাক গ্রহণ করে থাকেন, তাহলে আপনার তালাক পতিত হয়েছে।

আর যদি শর্ত না পাওয়া যায়, তাহলে তালাক হয়নি।

তাই তালাকনামাটি দেখা জরুরী। যে এলাকায় বিয়ে হয়েছিল, সেই এলাকার কাজী অফিসে বিয়ের নথি থাকার কথা। খোঁজ করে দেখে নিন।  

جعل الطلاق بيد الزوج لا بيد الزوجة إن الذى يملك الطلاق إنما هو الزوج…. ولا تلملكه الزوجة إلا بتوكيل من الزوج أو تفويض منه  (الفقه الأسلامى وأدلته-7/347، 355)

وفي رد المحتار- وأنواعه ثلاثة : تفويض ، وتوكيل ، ورسالة وألفاظ التفويض ثلاثة : تخيير وأمر بيد ، ومشيئة . (رد المحتار-كتاب الطلاق، باب تفويض الطلاق-4/452

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *