প্রশ্ন
আসসালামু আলাইকুম হুজুর। আমার স্ত্রী রা ৩ ভাই বোন। আমার স্ত্রী কে আমি বলতেছি তোমার বড় বোন হয়েছে তোমার বাবার মতো। আর তোমার ছোট ভাইও হয়েছে তোমার বাবার মতো। আর তুমি হয়েছো তোমার মায়ের মতো। একেবারে তোমার মায়ের মতো। আমি চেহারার কথা বুঝাইছি। আসলে কিন্তু চেহারার অনেক মিল আছে। এতে কি যিহার হবে?? তারপর একদিন আমাদের মাঝে অভিমান হয়। তখন আমি বলি কোনো সমস্যা হলে আমার মা আমাকে বুকে টেনে নেয় তুমি (স্ত্রী) মনে হয় নিবা নাহ তাই না। আমার কখনো স্ত্রী কে হারাম করে দেওয়ার উদ্দেশ্য ছিলো না এতে কি যিহার হবে?? আমি খুব পেরেশানিতে আছি। আমাকে একটু সাহায্য করেন।উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উপরোক্ত কথার দ্বারা যিহার হবে না। তাই পেরেশান হবার কিছু নেই।وفى أنت امى لا يكون مظاهرا (رد المحتار، زكريا-5/131، كرتاشى-3/470)
لأنه لو خلا عنه بأن قال أنت امى لا يكون مظاهرا (البحر الرائق، زكريا-4/165، كويته-4/98)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]