প্রচ্ছদ / খাদ্য-দ্রব্য / টার্কি মুরগী খাওয়া কি জায়েজ?

টার্কি মুরগী খাওয়া কি জায়েজ?

প্রশ্ন

টার্কি মুরগী খাওয়া জায়েজ কি না?

প্রশ্নকর্তা: জুনায়েদ

উত্তর

بسم الله الرحمن الرحيم

জায়েজ আছে। নাজায়েজের কোন কারণ নেই।

عن ابن عباس قال: نهى رسول الله صلى الله عليه وسلم: عن أكل كل ذى ناب من السبع، وعن كل ذى مخلب من الطير (ابو داود-2/533، رقم-3803)

لا بأس بأكل الدجاج، لأنها تخلط ولا يتغير لحمه (البحر الرائق، زكريا-8/335، كرتاشى-8/183)

لا بأس بأكل الدجاج، لأنها يخلط ولا يتغير لحمه (رد المحتار، زكريا-9/491، كرتاشى-6/341)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

পেশাবের রাস্তায় সারাক্ষণ ধাতু ঝরা ব্যক্তি কিভাবে নামায আদায় করবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম। হযরত আমি সিলেট থেকে বলছি।  পেশায় একজন ছাত্র। বয়স ২৩ রানিং। আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস