প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / বেপর্দা নারীদের কার্টুন সমৃদ্ধ গেমস খেলার হুকুম কী?

বেপর্দা নারীদের কার্টুন সমৃদ্ধ গেমস খেলার হুকুম কী?

প্রশ্ন

আসসালামুআলাইকুম।
আমি একটি ভিডিও গেম খেলি যেই গেম এ অনেক সময় animated নারীদের কে দেখানো হয়। উক্ত নারীদের পোশাক প্রায় অর্ধনগ্ন হয়, তাদের পেট এবং পিঠ সবসময় উন্মুক্ত থাকে। কিন্তু আমি শুনেছি যে যেহেতু এরা আসল নারী না, বরং cartoon তাই এদের দিকে তাকালে চোখের যিনা হবে না। কিন্তু তবুও আমি এই বিষয়ে কোনো proper বক্তব্য পাইনি। অনুগ্রহ করে আমার এই জিজ্ঞাসার্ উত্তর দিলে অনেক উপকৃত হতাম, আমি এখনো এইটার সমাধান পাইনি।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

কার্টনের মাঝে নারীদের দেখা এবং ভিডিওতে নারীদের দেখা এবং প্রকাশ্যে বেগানা নারী দেখা সমান গোনাহ। তাই এসব গেমস খেলা জায়েজ হবে না।

 وهذا کله مصرح في مذہب المالکية ومئيد بقواعد مذهبنا ونصه عن المالکية ما ذکره العلامة الدردير في شرحه علی مختصر الخليل حيث قال: يحرم تصوير حيوان عاقل أوغيره إذا کان کامل الأعضاء إذا کان يدوم، ․․․ ويحرم النظر إليه إذ النظر إلی المحرّم حرام (از بلوغ القصد والمرام ص۱۹)

لو نظر الی الاجنبية من المرأة اوالمائ… الا انه يفرق بخلاف النظر لانه انما منع خشية الفتنة والشهوة وذلک موجود هنا۔ (رد المحتار،  زكريا-5/۲۳۷)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

স্ত্রী সহবাসে আগ্রহী না হলে করণীয় কী?

প্রশ্ন আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে হাসান বলসি। আমার বিবাহের বয়স ২ বসর হতে চলল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *