প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / ভিডিও কলে স্ত্রীর উলঙ্গ শরীর দেখা কি জায়েজ?

ভিডিও কলে স্ত্রীর উলঙ্গ শরীর দেখা কি জায়েজ?

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হল,

ভিডিও কলে স্ত্রীর শরীর প্রদর্শন করা কি বৈধ হবে? চাই যে কোন অংশ হোক।

বিষয়টা বিস্তারিত জানালে খুব উপকৃত হব।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এমনিতে সরাসরি তথা সামনা সামনি স্বামী ও স্ত্রী উভয়ের জন্য উভয়ের পুর্ণ শরীর দেখা জায়েজ আছে। কোন প্রকার কারাহাত নেই।

কিন্তু ভিডিও কলে স্ত্রীর স্বাভাবিক প্রকাশিত অঙ্গ ছাড়া স্পর্শকাতর অঙ্গ ও উলঙ্গ শরীর প্রদর্শন করা জায়েজ হবে না। কারণ যদিও ভিডিও কলটি লাইভ হয়ে থাকে, কিন্তু তা সার্ভারে সংরক্ষিত থেকে যায়, যা পরবর্তীতে অন্য কারো চোখে পড়ার সম্ভাবনা থাকে,তাছাড়া এটা বেহায়ী ও নির্লজ্জতাকে প্রকাশ করে। আর নির্লজ্জতা পরিহার করা ঈমানদারদের জন্য জরুরী বিষয়। তাই এহেন কাজ থেকে বিরত থাকা উচিত।

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ الْحَيَاءَ وَالْإِيمَانَ فِي قَرَنٍ، فَإِذَا سُلِبَ أَحَدُهُمَا تَبِعَهُ الْآخَرُ ” (شعب الإيمان للبيهقى، رقم-7330)

عَنِ ابْنِ عُمَرَ قَالَ: إِنَّ الْحَيَاءَ وَالْإِيمَانَ قُرِنَا جَمِيعًا، فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رُفِعَ الْآخَرُ (الأدب المفرد، رقم-1313)

حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ عُقْبَةُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ، إِذَا لَمْ تَسْتَحْيِ فَافْعَلْ مَا شِئْتَ (صحيح البخارى، رقم-3483)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

অযুতে কনুই ধৌত না করে নামায পড়লে নামায আদায় হবে কি?

প্রশ্ন আসলে আমি অযু করে নেওয়ার সময় আমার হাতের কনুইয়ের উপর ও উপরিভাগে পানি লাগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *