প্রশ্ন
MD Rakib
আসসালামুয়ালাইকুম, শায়েখ!
আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। শায়েখ!
আপনার কাছে একটা মাসআলা জানতে চাই। আমাদের এলাকায় কুরবানীর গোশত বদল করে নেওয়া হয়। তা এভাবে যে, ছাগল কুরবানীদাতা গরু কুরবানী দাতার থেকে তিন কেজি গরুর গোস্ত নেয় আর গরু কুরবানী দাতাকে তিন কেজি ছাগলের গোস্ত দেয় এভাবে ওজন ঠিক রেখে বদলানো কি জায়েজ আছে?
এটা করার কারণ হলো অনেকের পরিবারের সদস্যদের দুই একজন গরুর গোশত খায় না। অথবা ছাগলের গোস্ত খায় না। যদি এভাবে বদল করে নেয় তাহলে উভয় পরিবারের সবাই গরুর গোশত ও ছাগলের গোশত খেতে পারে।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এভাবে করা জায়েজ আছে। সমস্যা নেই।
وَلَوْ اشْتَرَى بِلَحْمِهَا لَحْمًا جَازَ قَالُوا: وَالْأَصَحُّ فِي هَذَا أَنَّهُ يَجُوزُ بَيْعُ الْمَأْكُولِ بِالْمَأْكُولِ وَغَيْرِ الْمَأْكُولِ بِغَيْرِ الْمَأْكُولِ (الفتاوى الهندية-5/301)
فِي الْقُنْيَةِ: اشْتَرَى بِلَحْمِهَا مَأْكُولًا فَأَكَلَهُ لَمْ يَجِبْ عَلَيْهِ التَّصَدُّقُ بِقِيمَتِهِ اسْتِحْسَانًا (رد المحتار، زكريا-9/475، كرتاشى-6/328)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]