প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / ট্যাক্স ফাঁকি দেয়া এবং ট্যাক্স না দেয়া পণ্যের ব্যবসা কি হালাল হবে?

ট্যাক্স ফাঁকি দেয়া এবং ট্যাক্স না দেয়া পণ্যের ব্যবসা কি হালাল হবে?

প্রশ্ন

প্রশ্নকর্তা: Kst Nahid

আসসালামু আলাইকুম সম্মানিত মুফতি সাহেব”

আমার জিজ্ঞাসা।

আমি যদি ট্যাক্স ফাঁকি দিয়ে দেশের বাইরে থেকে কোন পণ্য নিয়ে আসি তাহলে কি গুনাহ হবে?

আর এই পণ্য বিক্রয়ের মাধ্যমে উপার্জন করলে সেই উপার্জন কি হারাম হবে?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মুসলিম সরকার ন্যায্য যে ট্যাক্স ধার্য করে তা প্রদান করাই উচিত। ফাঁকি দেয়া অনুচিত।

তবে ট্যাক্স ফাঁকি দিয়ে আমদানী করা পণ্য যেমন হারাম হবে না। তাই গোনাহ হবে না। সেইসাথে এসব পণ্য ক্রয়বিক্রয় করে উপার্জন করাও হারাম হবে না।

ولا ينبغي للسلطان أن يسعر على الناس” لقوله عليه الصلاة والسلام: “لا تسعروا فإن الله هو المسعر القابض الباسط الرازق” ولأن الثمن حق العاقد فإليه تقديره فلا ينبغي للإمام أن يتعرض لحقه إلا إذا تعلق به دفع ضرر العامة (كتاب الكراهية، فصل فى البيع-4/4722، وكذا فى البدائع الصنائع-5/129)

كل من يسكن دولة فانه يلتزم قولا أو عملا بأنه يتبع قوانينها وحينئذ يجب عليه اتباع أحكامها الخ (بحوث فى قضايا فقهية معاصرة-166)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *