প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / শীতের দিনে এলার্জির কারণে অজু গোসল না করে কি তায়াম্মুম করা যাবে?

শীতের দিনে এলার্জির কারণে অজু গোসল না করে কি তায়াম্মুম করা যাবে?

প্রশ্ন

আস সালামু আলাইকুম

লুৎফর ভাই, আমার শিক্ষকের এলার্জি এবং অন্যান্য সমস্যার জন্য তিনি তায়াম্মুম করতে চান শীতকালে, এটাকি যায়েজ হবে?

অনুগ্রহ করে জানাবেন।

ধন্যবাদ ভাই

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

শুধু এলার্জির অজুর ব্যবস্থা থাকার পরও তায়াম্মুম করলে পবিত্রতা অর্জিত হবে না। তাই অজুর প্রয়োজন হলে অজু এবং গোসলের প্রয়োজন হলে গোসলই করতে হবে। তায়াম্মুম করলে পবিত্রতা অর্জিত হবে না।

أو لمرض يشتد أو يمتد بغلبة ظن أو قول حاذق مسلم، ولو بتحرك أو لم يجد من توضئه، فإن وجد ولو بأجرة مثل، وله ذلك لا يتيمم فى ظاهر المذهب (رد المحتار، زكريا-1/397، كرتاشى-1/233، الفتاوى الهندية-1/28، جديد-1/81، حاشية الطحطاوى على المراقى الفلاح-115، تبيين الحقائق، زكريا-1/117، امدادية ملتان-1/36، البناية، اشرفية-1/516)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *