প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার হুকুম কী?

অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার হুকুম কী?

প্রশ্ন

আমার বাসার গ্যস সংযোগ বৈধ নয় তাই প্রতি মাসে বিল পরিশোধ করার অ কোন উপায় নেই। যদি প্রতি মাস এ ওই সমপরিমান টাকা কোন মাদ্রাসা বা মসজিদ এ দান করি তাহলে তা হালাল হবে কি? আমার বাসায় ৫ টা পরিবার ভাড়া থাকে এমতাবস্থায় গ্যাস অপরিহার্য। এখন আমি কি কোন শর্তে গ্যাস ব্যাবহার করতে পারব? নাকি সংযোগ বিছিন্ন করব?

উত্তর

بسم الله الرحمن الرحيم

গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করে ফেলা আবশ্যক। বৈধ সংযোগ ছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহার করা জায়েজ নেই।

 

عن أبى حميد الساعدى أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يحل لمسلم أن يأخذ مال أخيه بغير حق (مجمع الزوائد، دار الكتب العلمية-4/171، مسند احمد بن حنبل-5/425، رقم-24003)

لا يجوز لأحد من المسلمين أخذ مال بغير سبب شرعى (رد المحتار، زكريا-6/106، كرتاشى-4/61، البحر الرائق، زكريا-5/68، كويته-5/41، الفتاوى الهندية-2/181، جديد-2/181)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *