প্রশ্ন
প্রশ্নকর্তা: মোঃআল -আমিন ইসলাম
বিষয়: কৃত্রিমভাবে মোটা হওয়া
আসসালামু আলাইকুম।
মুফতি সাহেব,
বর্তমান বাজারে মোটা ও লম্বা হওয়ার জন্য অনেক ঔষধ বাহির হয়েছে। এখন প্রশ্ন হলো উক্ত ঔষধের দ্বারা মোটা বা লম্বা হওয়ায় ইসলাম কি বলে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উক্ত অষুধে হারাম কোন কিছু না থাকলে, মোটা বা লম্বা হবার ওষুধ ব্যবহারে কোন বিধিনিষেধ নেই।
ومباح وهو مازاد على ذلك إلى الشبع لتزداد قوة البدن ولا أجر فيه ولا زور الخ…… وإن أكل الرجل مقدار حاجته، أو أكثر لمصلحة بدنه لا بأس به (الفتاوى الهندية-5/336)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]