প্রশ্ন
From: Md. Shums Sumon
বিষয়ঃ বিবিধ
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ.
হুজুর একটা প্রশ্ন, কোন অমুসলিম মুসলমান হতে চাইলে তাকে মুসলমান বানানোর তরিকা কি হবে?
পুরা সিস্টেম টা details e জানাইলে উপকৃত হইতাম।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তাকে বলবেন সে যেন ভালো করে গোসল করে। তারপর কালিমায়ে শাহাদত প্রথমে আরবীতে, তারপর বাংলায় বলাবেন।
সেই সাথে তাকে এই বিশ্বাসী হতে হবে যে, ইসলামের আবশ্যকীয় সকল আকায়েদ ও আমলী বিষয়কে আমি মেনে নিলাম। এবং ইসলাম ছাড়া সকল ধর্ম ও কুফর- শিরক থেকে নিজেকে মুক্ত করলাম।
ব্যস উক্ত ব্যক্তি মুসলিম হয়ে গেল। এরপর তাকে জরুরী আকীদা ও আমল সম্পর্কে জ্ঞান প্রদান করবেন। অথবা এ সংক্রান্ত কিতাবাদী প্রদান করবেন।
সহজ হয়, বাংলা বেহেশতী জেওর প্রদান করা। যাতে দৈনন্দিন জীবনের মাসায়েল এবং জরুরী আকায়েদও রয়েছে। যা একজন নওমুসলিমের জন্য উপকারী হবে।
عن خليفة بن حصين عن جده قيس بن عاصم قال أتيت النبى صلى الله عليه وسلم أريد الإسلام فأمرنى أن اغتسل بماء وسدر (سنن أبى داود، كتاب الطهارة، باب رجل يسلم فيؤمر بالغسل-1/51، رقم-355)
وإسلامه أن يأتى بكلمة الشهادة ويتبرأ عن الأديان كلها سوى الإسلام (الفتاوى الهندية-2/253، البحر الرائق، رشيدية-5/216، كويته-5/74)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com