প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / যিনাকৃত মহিলার মেয়েকে বিবাহ করার হুকুম কী?

যিনাকৃত মহিলার মেয়েকে বিবাহ করার হুকুম কী?

প্রশ্ন

প্রশ্নকারীর নাম: মাহমুদুল হাসান

ঠিকানা: কক্সবাজার

জেলা/শহর: কক্সবাজার

দেশ: বাংলাদেশ

প্রশ্নের বিষয়: বিয়ের আগে শাশুড়ীর সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে বিয়ে শুদ্ধ হবে কিনা?

বিস্তারিত:
—————-
আসসালামু আলাইকুম, হুজুর আমার বন্ধুর বিয়ের আগে শাশুড়ীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। বিয়ের পরে আর অবৈধ সম্পর্কে লিপ্ত নেই, তাদের বিয়ে হয়েছে আজ তিন বছর। স্হানীয় একজন মুফতি সাহেবের কাছ থেকে জিজ্ঞেস করলে ওনি জায়েজ হবে বলেছেন।অতএব হুজুরের কাছে আকুল আবেদন, উক্ত বিষয়ে সমাধান দিয়ে বাধিত করিবেন।

স্থানীয় মুফতী সাহেবের কাছে করা প্রশ্ন ও উত্তরটি তুলে দেয়া হলো:

বরাবরে, মুফতী সাহেব দা.বা.

পরিচালক, জামেয়া দারুত তাযকিয়া, ইনানী, উখিয়া,  কক্সবাজার, বাংলাদেশ।

মুহতারাম, বিয়ের পূর্বে শ্বাশুরীর সঙ্গে আমার দৈহিক মিলন হয়, তাই বর্তমান সংসার রাখার কোন সুযোগ আছে কি?

উত্তর

বর্তমান সংসার না রাখা উচিত। তবে  বিয়ের পর যদি হুরমতে মুছাহারা না হয়, তাহলে সংসার রাখার সুযোগও আছে।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মুফতী সাহেবের উক্ত ফাতওয়াটি সম্পূর্ণই ভুল।

মূলত যে মহিলার সাথে যিনার মাধ্যমে দৈহিক মিলন হয়েছে, তার মেয়ের সাথে বিবাহই শুদ্ধ হয়নি। সুতরাং সংসার রাখা বা না রাখার প্রশ্ন করাটাই অবান্তর।

সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তির বিবাহই যেহেতু যিনাকৃত মহিলার মেয়ের সাথে শুদ্ধ হয়নি। তাই সংসার করার কোন সুযোগই নেই। সংসার করার অর্থ হলো, সারা জীবন যিনার গোনাহে লিপ্ত হওয়া।

তাই তাদের দ্রুত পৃথক হয়ে যাওয়া আবশ্যক।

 

ومن زنا بامرأة حرمت عليه امها، وبنتها الخ (الهداية، اشرفية-2/309)

إذا فجر الرجل بامرأة، ثم تاب يكون محرما لابنتها، لأنه حرم عليه نكاح ابنتها على التأبيد (البحر الرائق، زكريا-3/178، ملتان-3/101)

حرم أيضا بالصهرية اصل مزنية……… وفروعهن مطلقا (الدر المختار مع رد المحتار، زكريا-4/107-108، كرتاشى-3/32-33)

والزنا يوجب حرمة المصاحرة-حتى لو زنى بامرأة حرمت عليه أصولها وفروعها، وحرمت المزنية على أصوله وفروعه (مجمع الأنهر، دار الكتب العلمية بيروت-1/481)

فمن زنى بامرأة حرمت عليه امها وإن علت، وابنتها وإن سفلت (الفتاوى الهندية-1/274، جديد-1/339)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *