প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / কুরবানীর মান্নতকৃত পশু যদি কুরবানীর সময় গর্ভবতী হয় তাহলে করণীয় কী?

কুরবানীর মান্নতকৃত পশু যদি কুরবানীর সময় গর্ভবতী হয় তাহলে করণীয় কী?

প্রশ্ন

আমার একটি গাভী অসুস্থ হয়েছিল তারপর আমি মানত করেছিলাম যে আল্লাহ আমার গাভী সুস্থ হলে তোমার রাস্তায় কোরবানী দেব। কিন্তু কোরবানির সময় গাড়িটি গর্ভবতী ছিল। এখন আগামী কোরবানি পর্যন্ত গরু বাঁচবে কিনা তার ব্যাপারে সন্দেহ আছে। এখন আমি এটা বিক্রি করে সেই টাকা দিয়ে আগামী বছর কোরবানি দিতে পারব কিনা?

উত্তর

بسم الله الرحمن الرحيم

প্রসবের দিন কাছাকাছি হয়ে গেলেও কারাহাতের সাথে গর্ভবতী গাভী কুরবানী দেয়া জায়েজ আছে। সেই হিসেবে আপনার মান্নতকৃত গাভিটি দিয়েই কুরবানী দিয়ে দিতে হবে। আগামী বছরের জন্য অপেক্ষা করা যাবে না। মান্নত হবার কারণে এটি বিক্রি করে অন্য পশু ক্রয় করে কুরবানী দেয়া যাবে না। বরং এটি দিয়েই দিতে হবে।

ومن نذر نذر مطلقا فعليه الوفاء…… بما سمى وإن علق النذر بشرط فوجد الشرط فعليه الوفاء بنفس النذر (هداية، كتاب الأيمان، باب ما يكون يمينا وما لايكون يمينا-2\483، المبسوط للسرخسى-8\163، الدر المختار مع رد المحتار-5\515)

ويكره ذبح الشاة إذا تقارب ولادتها لأنه يضيع ما فى بطنها (البحر الرائق، زكريا-8/312-313، كويته-8/171، رد المحتار، زكريا-9/441، كرتاشى-6/304، الفتاوى الهندية-5/278، جديد-5/331، خلاصة الفتاوى-4/307، فتاوى قاضي خان، جديد-3/261، على هامش الهندية-3/367)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *