প্রশ্ন
From: ইসরাত জাহান
বিষয়ঃ হালাল এবং হারাম
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম
বাইরে থেকে পন্য আনি , অরজিনালের ডু্প্লিকেট আনি এখন কাস্টমস পন্যের যে দাম তা মানতে চায় না । তারা অনলাইনে সার্চ দিলে অরজিনালের দাম আসে তারা ওটার উপর ট্যাক্স ধরে । আরো অনেক কিছু এড করে , বিভিন্ন সার্ভিস চার্জ । এতে ট্যাক্স আসে অনেক , যদি পন্যের দাম হয় ১২০০০ টাকা তারা ট্যাক্স ধরে ১৪০০০০ টাকা । তো এতে আমি নিতে পারি না পন্য তাদের বুঝালে কাজহয় না । উলটা ঘুষ চায় ৫৫০০০ টাকা আর ট্যাক্স ধরবে ১৪০০০ টাকা ।
এভাবে আমার ২ বারে পন্য নিতে পারি নি । এগুলো এখনো নেই নি । কয়েক মাস হয়ে গেছে।
পরে একজন লোক বললো এভাবে নিতে পারবেন না কোনো লোক ছারা , লোক ধরলাম সে আমাকে পন্য বের করে দিবে তারপর আমি তাকে টাকা দিব আর ট্যাক্সও কম করে দেয় । আবার পন্যের যে দামটা সেটাও যার কাছ থেকে কিনি সে কম লিখে দিয়েছে । এটা কি পূরা হারাম হবে? তাহলে এখন এই পন্যগুলি কি করব আমি ? এখানে অনেক টাকার পন্য ।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পণ্যের দাম মিথ্যা লেখানো যাবে না। সঠিক দামই লেখাতে হবে। তবে বাধ্য হওয়ায় ঘুষ দিয়ে পণ্য খালাস করানো যাবে। এতে আপনার উপার্জন হারাম হবে না।
মিথ্যা দাম লিখিয়ে খালাস করা পণ্য হারাম নয়। এসব বিক্রির উপার্জনও হারাম নয়।
তবে মিথ্যা বলার গোনাহ হবে।
قوله تعالى- وَاجْتَنِبُواْ قَوْلَ الزُّورِ [الحج-30)
والأجر يطيب وإن كان السبب حراما، (رد المحتار، كتاب الاجارة، باب الإجارة الفاسدة-9/62
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا (صحيح مسلم، رقم الحديث-294، صحيح ابن حبان، رقم-5559، سنن ابن ماجه، رقم-2225، سنن دارمى، رقم-2541، مسند احمد، رقم-15833، مسند البزار، رقم-3797)
دفع المال للسلطان الجائر لدفع الظلم عن نفسه وماله ولاستخراج حق له ليس برشوة يعني في حق الدافع (رد المحتار، كتاب الحظر ولاباحة-9/607، فتح القدير، كتاب ادب القاضى-7/255، البحر الرائق، كتاب القضاء-6/262
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com