প্রচ্ছদ / দান-সদকা-হাদিয়া / বিকাশে খরচসহ যাকাত পাঠালে খরচ কি যাকাতের অন্তর্ভূক্ত হবে?

বিকাশে খরচসহ যাকাত পাঠালে খরচ কি যাকাতের অন্তর্ভূক্ত হবে?

প্রশ্ন

মোঃ আল আমিন

নাগেশ্বরি কুড়িগ্রাম

যাকাতের টাকা বিকাশের মাধ্যমে পৌঁছাতে হলে বিকাশের খরচ সহ দিলে খরচ কি যাকাতের মধ্যে গণ্য হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, খরচ যাকাতের মাঝে গণ্য হবে না। বরং যাকে পাঠানো হলো, তিনি যত টাকা উঠাতে পারবেন, ততো টাকাই কেবল যাকাত হিসেবে গণ্য হবে। খরচ যাকাতদাতার নিজের প্রদান করতে হবে।

 

يشترط أن يكون الصرف تمليكا (الدر المختار مع رد المحتار-3\291)

الزكاة يجب فيها تمليك المال، لأن الإيتاء فى قوله تعالى “وآتو الزكاة” يقتضى التلميك (تبيين الحقائق، كتاب الزكاة-2\18)

ولو اراد ان يعطى الجزار او الذابح اجرته من لحمها لا يجوز (تاتارخانية-17\442)

لا يخرج بعزل ما وجب عن العهدة بل لابد من الاداء الى الفقير (البحر الرائق، زكريا-2\369، رد المحتار-3\189)

ولا يخرج عن العهدة بالعزل بل بالأداء للفقراء فلو ضاعت لا تسقط عنه الزكاة (رد المحتار-3\189، البحر الرائق-2\369)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *