প্রশ্ন
From: মুহাম্মাদ আবু আইউব আনছারী
বিষয়ঃ ইতেকাফ অবস্থায় মসজিদের ছাদে যাওয়ার বিধান কি?
প্রশ্নঃ
সম্মানিত মুফতি সাহেব, আমি কয়েকজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে, ইতেকাফ অবস্থায় মসজিদের ছাদে উঠা জায়েয কিনা। তারা বললেন, জায়েয আছে। যেহেতু ছাদও মসজিদের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হলো তাদের কথা সঠিক কিনা? খুব দ্রুত দলিল সহ বিস্তারিত জানালে খুবই উপকৃত হতাম।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি ছাদে যাওয়ার রাস্তা মসজিদের ভিতর দিয়ে হয়, তাহলে যেতে পারবে। বাহির দিয়ে হলে যেতে পারবে না। গেলে তার ইতিকাফ ভেঙ্গে যাবে।
وَصُعُودُ الْمِئْذَنَةِ إنْ كَانَ بَابُهَا فِي الْمَسْجِدِ لَا يَفْسُدُ الِاعْتِكَافُ وَإِنْ كَانَ الْبَابُ خَارِجَ الْمَسْجِدِ فَكَذَلِكَ فِي ظَاهِرِ الرِّوَايَةِ قَالَ بَعْضُهُمْ هَذَا فِي الْمُؤَذِّنِ؛ لِأَنَّ خُرُوجَهُ لِلْآذَانِ يَكُونُ مُسْتَثْنًى عَنْ الْإِيجَابِ أَمَّا فِي غَيْرِ الْمُؤَذِّنِ فَيَفْسُدُ الِاعْتِكَافُ (البحر الرائق، كتاب الصوم، باب الاعتكاف-2/529
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com