প্রচ্ছদ / প্রশ্নোত্তর / বিবাহের মাঝে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করার হুকুম কী?

বিবাহের মাঝে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করার হুকুম কী?

প্রশ্ন

From: মোঃ আবুল কাশেম
বিষয়ঃ বিয়ের মধ্যে লাইটিং,ডেকোরেটর,গেট,অনেক মানুষ খাওয়ানো এবং সাজ-সজ্জা প্রসেঙ্গ।

প্রশ্নঃ
আসসালামুআলাইকুম….

জনাব আমার ভাইয়ের বিয়ে সামনে, ইসলামে বিয়ের মধ্যে বাড়ীতে লাইটিং, গেট,গ্রামের সবাইকে খাওয়ানো, দামী-কাপড় দিয়ে বিয়ে করা, গায়ে হলুদ, আলাদা করে বিয়ে উচ্চ বিলাসী পোষাক ইত্যাদি কি ইসলামী শরীয়তে জায়েজ আছে কিনা? আমাদের নবী করিম সা:, সাহাবা এবং আমাদের পথচলার মুরব্বিগন কিভাবে বিয়ে করতেন, আমাদের করণীয় কি? জানালে উপকৃত হবো…

আপনাদের ধন্যবাদ
আহলে হক মিডিয়া

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

লাইটিং করা, অতিরিক্ত শানদার গেট বাঁধা, সাধ্যের অতীত ঝাকঝমকপূর্ণ জামা কাপড়, গায়ে হলুদ ইত্যাদি করে অতিরিক্ত ব্যয় করা জায়েজ নয়। যার অনেকগুলো হিন্দুয়ানী ও বিধর্মীদের রুসুম ও রেওয়াজ। যা পরিহার করা জরুরী।

ঐ বিয়ে সবচে’ বেশি বরকতময় যাতে খরচ কম হয়।

তবে প্রয়োজনীয় খরচ করা এবং নিকটত্মীয়দের দাওয়াত করাতে কোন সমস্যা নেই।

 

وَآتِ ذَا الْقُرْبَىٰ حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا ﴿الإسراء: ٢٦

من تشبه بقوم فهو منهم (سنن ابو داود، كتاب اللباس، باب فى لبس الشهوة، النسخة الهندية-2/559، دار السلام، رقم-4031)

عن عائشة رضى الله عنها قال النبى صلى الله عليه وسلم: إن اعظم النكاح بركة أيسره مؤنة (شعب الإيمان للبيهقى-5\245، رقم-6566)

এ প্রশ্নোত্তরটি পড়ুন:

সুন্নাহসম্মত বিবাহ করার পদ্ধতি কি?

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *