প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / মুসলিম শিক্ষকের জন্য “হিন্দু ধর্ম শিক্ষা”  পড়ানো জায়েয আছে কি?

মুসলিম শিক্ষকের জন্য “হিন্দু ধর্ম শিক্ষা”  পড়ানো জায়েয আছে কি?

প্রশ্ন

মুসলিম শিক্ষকের জন্য “হিন্দু ধর্ম শিক্ষা”  পড়ানো জায়েয আছে কি?
দলীলসহ জানালে কৃতজ্ঞ হতাম।

উত্তর

بسم الله الرحمن الرحيم

হিন্দু ধর্ম শিক্ষা হিন্দু শিক্ষকের মাধ্যমেই পড়ানো উচিত।  কোন মুসলমানের জন্য হিন্দু ধর্ম শিক্ষা পড়ানো জায়েজ নয়।

হিন্দু ধর্ম গ্রন্থগুলোতে তাদের বানোয়াট দেবতা ও মূর্তির প্রশংসা ও আজগুবি সব বিষয়ে ভরপুর। তাই এসব পড়া ও পড়ানো সেসবকে সম্মান ও ইজ্জত প্রদান করা। যা একজন মুসলমানের জন্য কিছুতেই জায়েজ নয়।

وَلَا تَرْكَنُوا إِلَى الَّذِينَ ظَلَمُوا فَتَمَسَّكُمُ النَّارُ وَمَا لَكُم مِّن دُونِ اللَّهِ مِنْ أَوْلِيَاءَ ثُمَّ لَا تُنصَرُونَ [١١:١١٣]

আর পাপিষ্ঠদের প্রতি ঝুঁকবে না। নতুবা তোমাদেরকেও আগুনে ধরবে। আর আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু নাই। অতএব কোথাও সাহায্য পাবে না। [সূরা হুদ-১১৩]

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। [সূরা মায়েদা-২]

لَّا يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِن دُونِ الْمُؤْمِنِينَ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَن تَتَّقُوا مِنْهُمْ تُقَاةً وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ ﴿آل‌عمران: ٢٨

وفى تفسيره وكذا اذ دخلوا فى الموالات المنهى عنها السلام والتعظيم والدعاء بالكنية والتوقير بالمجالس (احكام القرآن للتهانوى-2/8)

الَّذِينَ يَتَّخِذُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِن دُونِ الْمُؤْمِنِينَ أَيَبْتَغُونَ عِندَهُمُ الْعِزَّةَ فَإِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا ﴿النساء: ١٣٩

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *