প্রশ্ন
From: মো: ইমরান সরদার
বিষয়ঃ একজনে মুরগী জবাই করা হালাল না হারাম?
প্রশ্নঃ
আমি একজন মুরগি বিক্রেতা। আমার অনেক কাস্টোমার বলেন মুরগি একজনে জবাই করা হারাম। আমার এই সম্পর্কে কোন ধারনা নাই। দয়া করে বলবেন?
উত্তর
بسم الله الرحمن الرحيم
জবাই শুদ্ধ হবার জন্য বিসমিল্লাহ বলে জবাই করা এবং পশুর রগগুলো কাটা আবশ্যক। কতজনে মিলে জবাই করল সেটা ধর্তব্য নয়।
সুতরাং একজন ব্যক্তি যদি জবাইয়ের শর্ত পূরণ করতে পারে, তাহলে একজনে মুরগী, গরু, ছাগল ইত্যাদি জবাই করলেই পশু হালাল হয়ে যাবে। একাধিক ব্যক্তি হওয়া জরুরী নয়।
فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِن كُنتُم بِآيَاتِهِ مُؤْمِنِينَ [٦:١١٨]
অতঃপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয়, তা থেকে ভক্ষণ কর যদি তোমরা তাঁর বিধানসমূহে বিশ্বাসী হও। [সূরা আনআম-১১৮]
وتحل ذبيحة مسلم (ملتقى الأبحر مع مجمع الأنهر، كتاب الذبائح، دار الكتب العلمية-4/153، مصرى قديم-2/508)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]