প্রশ্ন
নামাযের ছোট বড় যে সকল মাসআলায় গায়রে মুকাল্লিদরা বিরোধিতা করে সেগুলোর দলিলভিত্তিক জবাব সম্বলিত নির্ভরযোগ্য কোন কিতাব থাকলে কিতাবের নামটা বলবেন প্লিজ৷
প্রশ্নকর্তা: Hossain Ahmad Abdullah
উত্তর
بسم الله الرحمن الرحيم
এ বিষয়ে বাংলা ভাষায় একাধিক বই প্রকাশিত হয়েছে। যেমন:
১- দলীলসহ নামাযের মাসায়েল। লেখক মাওলানা আব্দুল মতীন দামাত বারাকাতুহু।
২- নবীজীর নামায। ডঃ ইলিয়াস ফয়সাল। অনুবাদ: মারকাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকা।
৩- সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখক: মুফতী গোলামুর রহমান সাহেব খুলনা।
৪- হাদীস ও সুন্নাহয় নামাযের পদ্ধতি। মাওলানা আব্দুল মালেক দামাত বারাকাতুহু। ইত্যাদি।
উর্দু ভাষায় রচিত গ্রন্থাবলী:
১- মুস্তানাদ নামাযে হানাফী। লেখক মাওলানা ইমদাদুল্লাহ আনওয়ার।
২- দলীলে নামায বজওয়াবে হাদীসে নামায। লেখক: মুফতী মুহাম্মদ শুয়াইবুল্লাহ খান মিফতাহী।
৩- নামাযে মাসনূন। লেখক: মাওলানা সূফী আব্দুল হামীদ খান সুয়াতী।
৪- নামাযে আহলে সুন্নাত ওয়াল জামাআত। লেখক: মাওলানা ইলিয়াস ঘুম্মান। ইত্যাদি।
এছাড়া আমাদের ওয়েব সাইট www.ahlehaqmedia.com সাইটের “আহলে হাদীস’ ক্যাটাগরিতে এসব প্রশ্নের দলীলভিত্তিক জবাব পাবেন।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com