প্রচ্ছদ / প্রশ্নোত্তর / যাকাতের টাকা ত্রাণ হিসেবে প্রদান করলে যাকাত আদায় হবে?

যাকাতের টাকা ত্রাণ হিসেবে প্রদান করলে যাকাত আদায় হবে?

প্রশ্ন

বন্যা বা অন্যান্য প্রতিকূল পরিস্থিতিতে দারিদ্র জনগুষ্ঠির মাঝে ত্রাণ হিসেবে যাকাতের অর্থ প্রদানের হুকুম কী? ত্রাণ হিসেবে যাকাত প্রদান করলে কী যাকাত আদায় হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি তারা যাকাত গ্রহণের হকদার হয়, তাহলে তাদেরকে ত্রাণ হিসেবে যাকাত প্রদান করলে যাকাত আদায় হয়ে যাবে। অন্যথায় হবে না।

তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে, যাকাতের টাকা ত্রাণ হিসেবে হকদারের হাতে পৌঁছতে হবে। যদি যাকাতের টাকা দিয়ে ত্রাণ পৌঁছানো বাবদ অন্যান্য খাতে ব্যয় করা হয়, তাহলে উক্ত খরচকৃত টাকার যাকাত আদায় হবে না।

যেমন এক হাজার টাকা কেউ যাকাত থেকে ত্রাণ বাবদ প্রদান করল। উক্ত টাকাটি ত্রাণ হিসেবে ক্রয় করে হকদারের হাতে পৌছাতে পারলে যাকাত আদায় হয়ে যাবে।

কিন্তু যদি উক্ত টাকা ত্রাণ পরিবহন বা ত্রাণ বিষয়ক অন্যান্য কাজে খরচ করা হয়, তাহলে উপরোক্ত পরিমাণ টাকার যাকাত আদায় হবে না।

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ [٩:٦٠]

যাকাত হল কেবল ফকির,মিসকীনদের হক [সূরা তওবা-৬০]

 

فقير وهو من له أدنى شيء أى دون نصاب أو قدر نصاب غير تام مستغرق فى الحاجة، ومسكين من لا شيء له (الدر المختار مع رد المحتار-3\283-284، الفتاوى الهندية-1\187، جديد-1\249، بزازية على هامش الهندية04-\85، جديد-4\57)

لا تحل الصدقة لغنى ولا لذى مرة سوى (سنن الترمذى، النسخة الهندية-1\141، رقم-652)

ولا إلى غنى يملك قدر نصاب (الدر المختار مع رد المحتار-3\295)

ولو اراد ان يعطى الجزار او الذابح اجرته من لحمها لا يجوز (تاتارخانية-17\442)

لا يخرج بعزل ما وجب عن العهدة بل لابد من الاداء الى الفقير (البحر الرائق، زكريا-2\369، رد المحتار-3\189)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী, নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *