প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / নাপাক কাপড় ধোয়া শেষে বালতিও কি নতুন করে ধোয়া ছাড়াই পবিত্র হয়ে যাবে?

নাপাক কাপড় ধোয়া শেষে বালতিও কি নতুন করে ধোয়া ছাড়াই পবিত্র হয়ে যাবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আল্লাহ আপনাদের দ্বীনের এই খেতমতকে কবুল করুক। হক, সত্যবাদী এবং দ্বীনের প্রকৃত বাহকদের দ্বারা এই আনজাম কেয়ামত পর্যন্ত টিকে থাকুক এই দোয়া করি। আপনাদের এত ব্যস্ততার মাঝে আমার প্রশ্নের  উত্তর দেয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।

প্রশ্ন:বালতি ব্যবহার করে বাসা-বাড়ীতে কলের পানি দিয়ে  নাপাক কাপড় ধৌত করার সঠিক পদ্ধতি কোনটি?

আমি সাধারনতঃ কল থেকে প্রথমবার পানি নিয়ে কাপড় ধৌত করতে থাকি এবং আর একটি পাত্র কলের নিচে থাকে যেখানে পানি পড়তে থাকে, সেখানে কাপড় চিপড়িয়ে রাখি, কাপড় ধোয়া শেষ হলে প্রথম বালতির পানি ফেলে দিই। এইভাবে তিনবার কাপড়কে ধৌত করি।

আমার প্রশ্ন হলো প্রথমবার কাপড় ধৌত করে  বালতির পানি ফেলে দেয়ার পরও তো বালতিতে কিছু পানি লেগে থাকে, যা আমার কাছে নাপাক মনে হয় আবার সেই বালতিতে পুনরায় পানি নিচ্ছি কাপড় ধৌত করছি, এভাবে তিনবার কাপড় ধোয়ার পর কাপড় পাক হচ্ছে কিনা?

মোহাম্মদ হানিফ

কাইচাবাড়ী (বাতানটেক)

আশুলিয়া, সাভার, ঢাকা।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

প্রথম ও দ্বিতীয়বার ধৌত করার সময়ে বালতে লেগে থাকায় কোন সমস্যা নেই।

নাপাক কাপড় নাপাকী দূর করে তিনবার ধৌত করে তিনবার নিংড়ানো দ্বারা পবিত্র হয়ে যায়।

তৃতীয়বার নিংড়ানো দ্বারা কাপড়, হাত ও ব্যবহৃত বালতি সবই পবিত্র হয়ে যাবে।

 

و (لو) عصر في كل مرة ثم تقاطر منه قطرة، فأصاب شيئاً قال ينظر إن عصر في المرة  الثالثة عصراً بالغ فيه حتى صار بحال لو عصر لم يسل منه، فالثوب طاهر واليد طاهرة وماتقاطر طاهر، (المحيط البرهانى، دار الكتب العلمية بيروت-1/198، 1/379)

فَمَا يَبْقَى فِي الْيَدِ مِنْ الْبَلَّةِ بَعْدَ زَوَالِ عَيْنِ النَّجَاسَةِ طَاهِرٌ تَبَعًا لِطَهَارَةِ الْيَدِ فِي الِاسْتِنْجَاءِ بِطَهَارَةِ الْمَحَلِّ، (رد المحتار، كتاب الطهارة، باب الأنجاس، كرتاشى-1/328، زكريا-1/510)

واعلم أن ما يبقى في اليد من البلة بعد زوال عين النجاسة طاهر تبعا لطهارة اليد في الاستنجاء بطهارة المحل (حاشية الطحطاوى على مراقى الفلاح-159)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী, নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *