প্রশ্ন
নাম- মোঃ জাফর ইকবাল
আসসালামু আলাইকুম,
আমি শুনেছিলাম, যে বাড়িতে কুকুর থাকে সে বাড়িতে নাকি ফেরেশতা প্রবেশ করেনা।এই বিষয়টার সত্যতা কতটুকু?এবং কুকুর পোষা সম্পর্কে ইসলাম কি বলে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার জানা বক্তব্যটি সঠিক। হাদীসে রাসূল সাঃ ইরশাদ করেছেন, যে ঘরে কুকুর বা জীব জন্তুর ছবি থাকে সে ঘরে রহমাতের ফেরেশতা প্রবেশ করে না। যেমন-
عَنْ أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَدْخُلُ الْمَلَكُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ»
হযরত আবু তালহা আনসারী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, ঐ ঘরে [রহমাতের] ফেরেশতা প্রবেশ করে না, যাতে কুকুর বা [জীব জন্তুর] ছবি থাকে। {মুসনাদুল হুমায়দী, হাদীস নং-৪৩৫, মুসনাদে আহমাদ, হাদীস নং-৮১৫, সহীহ বুখারী, হাদীস নং-৩৩২২, ৩১৪৪}
বাড়ি প্রহরা বা হালাল বস্তু শিকার করার উদ্দেশ্যে প্রশিক্ষিত কুকুর পোষা জায়েজ আছে। তবে এদের আপন ঘরে প্রবেশ করতে দিবে না। সেই সাথে কাপড় চোপড় আসবাব পত্রে যেন মুখ না দেয়, সেদিকেও খেয়াল রাখা জরুরী।
عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَا عَلَّمْتَ مِنْ كَلْبٍ أَوْ بَازٍ ثُمَّ أَرْسَلْتَهُ وَذَكَرْتَ اسْمَ اللهِ فَكُلْ مِمَّا أَمْسَكَ عَلَيْكَ “
হযরত আদী বিন হাতিম রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেন, যে কুকুর বা বাজ পাখিকে প্রশিক্ষিত করা হয়, তারপর তাকে প্রেরণ করা হয় বিসমিল্লাহ বলে তাহলে তারা যা শিকার করে তা খাও। {সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-১৮৮৮৫}
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: ” نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الْكَلْبِ، إِلَّا الْكَلْبَ الْمُعَلَّمَ
হযরত জাবের বিন আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ কুকুরের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন তবে প্রশিক্ষিত কুকুরের বিষয়টি ভিন্ন। {মুসনাদে আহমাদ, হাদীস নং-১৪৪১১, সুনানে নাসায়ী, হাদীস নং-৪৬৬৮}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।