প্রশ্ন
ঠোটের নিচের অংশে যে দাড়ি গজিয়ে থাকে তা ছেটে ফেলা জায়েয আছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
না, জায়েজ হবে না। এটি রাখাও জরুরী। {ফাইজুল বারী-৪/৩৮০}
فإنَّ قطعَ الأشعار التي على وسط الشَّفة السُّفلى، أي العَنْفقة، بدعة، ويقال لها: “ريش بجه” (فيض البارى على صحيح البخارى، كتاب اللباس، باب قَصِّ الشَّارِبِ-4/380
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
বহু আলেমকে তো দেখি এগুলো ছেটে রাখে ।
জাযাকাল্লাহ