প্রচ্ছদ / আনন্দ/বিনোদন / স্ত্রীর যৌনাঙ্গে আঙ্গুল প্রবেশ করানোর হুকুম কী?

স্ত্রীর যৌনাঙ্গে আঙ্গুল প্রবেশ করানোর হুকুম কী?

প্রশ্ন

বিষয়ঃ স্ত্রীর লজ্জাস্থানে স্বামীর আঙুল প্রবেশ কারানো কি জায়েজ!

প্রশ্নঃ
আসসালামু ‘আলাইকুম!
আপনাদের ওয়েবসাইট আমাদের শরীয়ত সম্পরকে জানার একটি অন্যতম মাধ্যম! এমন কিছু লজ্জাজনক বিষয় থাকে, যা কাউকে জিজ্ঞেস করাও যায় না, আবার না জানার কারণে সন্দীহান হয়ে থাকতে হয়, যে গুনাহ হয়ে যাচ্ছে হয়তো! তেমন ই একটি প্রশ্ন, দয়াকরে দ্রুত জানানোর চেষ্টা করবেন!
(নাম প্রকাশ না করার অনুরোধ)

স্ত্রীর লজ্জাস্থানের ভেতর স্বামীর আঙুল প্রবেশ করানো কি জায়েজ?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

স্ত্রীকে অধিক আনন্দ দেবার উদ্দেশ্যে হলে জায়েজ আছে। যদিও উত্তম নয়।

কিন্তু সহবাস না করে শুধুমাত্র বীর্যপাত করানোর জন্য হলে জায়েজ নেই।


الأصبع ليس ألته  للجماع (رد المحتار-1/305)

وفى السراج: ان اراد بذلك تسكين الشهوة المفرطة الشاغلة للقلب وكان عزبا لا زوجة له ولا امة أو كان الا أنه لا يقدر على الوصول اليها لعذر قال ابو البيث ارجو ان لا وبال عليه واما اذا فعله لإستجلاب الشهوة فهو آثم (رد المحتار-3/371)

وَعَنْ أَبِي يُوسُفَ سَأَلْت أَبَا حَنِيفَةَ عَنْ الرَّجُلِ يَمَسُّ فَرْجَ امْرَأَتِهِ، وَهِيَ تَمَسُّ فَرْجَهُ لِيَتَحَرَّك عَلَيْهَا هَلْ تَرَى بِذَلِكَ بَأْسًا قَالَ: لَا وَأَرْجُو أَنْ يَعْظُمَ الْأَجْرُ (رد المحتار، فصل فى النظر والمس-6/367، طبع سعيد)

وكذا فى الفتاوى الهندية، كتاب الكراهية-5/328

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *