প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / বিয়ের পর সহবাস না করে আলাদা থাকলে কি তালাক হয়ে যায়?

বিয়ের পর সহবাস না করে আলাদা থাকলে কি তালাক হয়ে যায়?

প্রশ্ন

From: মাসুদ
বিষয়ঃ বিবাহ

প্রশ্নঃ
আসসালামুয়ালিকুম

আমি যাত্রাবাড়িতে থাকি। আমি একজন ছাত্র। টেক্সটাইল নিয়ে পড়ছি।

আমি গোপনে বিয়ে করি। বিয়ে এর সব শর্ত মেনে আমি বিয়ে করি।

আমি আমার বউ এর সাথে কোনও শারিরিক সম্পর্কও করিনি। সহবাস ও করিনি। দেনমোহরও বাকি রেখেছি। সে ও রাজি। আমি তার সাথে মাঝে মাঝে কথা বলি। অনেক সময় দেখা করি। এতে কি আমাদের বিবাহ ঠিক আছে? আর এতে আমার কোন গুনাহ হবে কি? এবং কখন একটি বিবাহ বাতিল হবে? তালাক ছাড়া একটু বিস্তারিত জানতে চাই।

উত্তর

بسم الله الرحمن الرحيم

তালাক ছাড়া সাধারণত কোন বিয়ে বাতিল হয় না। তবে যদি কুফু ছাড়া বিয়ে হয়ে থাকে, তাহলে মেয়ের পিতার অধিকার থাকে, সেই বিয়ে ভেঙ্গে দেবার।

কিন্তু কুফুতে বিয়ে করলে সেই বিয়ে ভেঙ্গে দেবার অধিকার পিতাও পায় না।

এছাড়া বিয়ের পর আলাদা  থাকার দরুন, কিংবা সহবাস না করার দরুন কোন বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হয় না। বরং বিবাহ বহাল থাকে। সুতরাং তার সাথে দেখা সাক্ষাৎ সবই জায়েজ।

أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم، زَوَّجَتْ حَفْصَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمنِ، الْمُنْذِرَ بْنَ الزُّبَيْرِ. وَعَبْدُ الرَّحْمنِ غَائِبٌ بِالشَّأْمِ. فَلَمَّا قَدِمَ عَبْدُ الرَّحْمن، قَالَ: وَمِثْلِي يُصْنَعُ هذَا بِهِ؟ وَمِثْلِي يُفْتَاتُ عَلَيْهِ؟.

فَكَلَّمَتْ عَائِشَةُ، الْمُنْذِرَ بْنَ الزُّبَيْرِ. فَقَالَ الْمُنْذِرُ: فَإِنَّ ذلِكَ بِيَدِ عَبْدِ الرَّحْمنِ.فَقَالَ عَبْدُ الرَّحْمنِ: مَا كُنْتُ لِأَرُدَّ أَمْراً قَضَيْتِيهِ، فَقَرَّتْ حَفْصَةُ عِنْدَ الْمُنْذِرِ. وَلَمْ يَكُنْ ذلِكَ طَلاَقاً (موطا مالك، رقم-2040)

لأن الامتناع عن قربانها فى أكثر المدة بلا مانع وبمثله لا يثبت حكم الطلاق فيه (هداية، كتاب الطلاق، باب الإيلاء-2/402)

لا يفرق بينهما بعجزه عنها ولا بعدم إيفائه لو غائبا حقها (الدر المختار مع رد المحتار-5/306)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

তারাবীতে সেজদায়ে তিলাওয়াত না দিয়ে নামায শেষ করলে নামায হবে কি?

প্রশ্ন তারাবির নামাজে সেজদার আয়াত ছিল  ইমাম সাহেব সেজদার আয়াত পড়ছে কিন্তু আয়াতে সেজদা দেয়নি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *