প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / বিতর নামাযে রুকু থেকে উঠে দুআয়ে কুনুতের কথা মনে পড়লে কী করবে?

বিতর নামাযে রুকু থেকে উঠে দুআয়ে কুনুতের কথা মনে পড়লে কী করবে?

প্রশ্ন

السلام عليكم আমার একটি প্রশ্ন দয়াকরে উত্তর দিবেন,,
মুহতারাম আমি প্রায় সময় বিতির নামাজে কুনুত পরতে ভুলে যাই এবং রুকু থেকে উঠার পর মনে হয়।
এখন আমার কি করণীয়?
দয়াকরে জানাবেন

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

ভুলে দুআয়ে কুনূত না পড়ে রুকুতে চলে গেলে আর দুআয়ে কুনুত পড়তে হয় না। শেষ বৈঠকে সাহু সেজদা দিতে হবে। এতেই নামায শুদ্ধ হয়ে যাবে।

রুকু থেকে উঠে দুআয়ে কুনুত মনে পড়লে পড়ার প্রয়োজন নেই।

ولو نسيه أى القنوت ثم تذكره فى الركوع لا يقنت فيه لفوات محله ولا يعود إلى القيام فى الأصح، لأن فيه رفض الفرض للواجب، فإن عاد إليه وقنت ولم يعد الركوع لم تفسد صلاته لكون ركوعه بعد قراءة تامة وسجد للسهو قنت أو لا لزواله عن محله (الدر المختار مع رد المحتار-2\446-447)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক -তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীন বাজার, সালেহপুর ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *