প্রশ্নঃ
আমার সন্তান সুস্থ হওয়ার জন্যে আমি গহনা মান্নাত করেছি, এখন এ গহনা আমার নানুর বোনকে দিলে কি আমার মান্নাত পুরা হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
দেয়া যাবে। কোন সমস্যা নেই। যাদেরকে যাকাত দেয়া যায়, তাদের মান্নত ও কাফফারার বস্তুও দেয়া যায়।
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ [٩:٦٠]
যাকাত হল কেবল ফকির, মিসকীনদের জন্য। [সূরা তাওবা-৬০]
مَصْرِفِ الزَّكَاةِ …….. وَهُوَ مَصْرِفٌ أَيْضًا لِصَدَقَةِ الْفِطْرِ وَالْكَفَّارَةِ وَالنَّذْرِ وَغَيْرِ ذَلِكَ مِنْ الصَّدَقَاتِ الْوَاجِبَةِ (رد المحتار-3\283)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক -তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com