প্রশ্ন:
From: sumona
Subject: islamer dristite mohilader chul kata.
Country : bangladesh
Mobile :
Message Body:
Assalamu Alaikum…amar prosno hocche, Islamer dristite mohilader chul kata ki jayej?…(samner dike chul kete rakha fashion er jonno)…r jodi erokom hoy,chul kata bt hijab ba borka pore jate chul dekha na jay (kintu vetore kata),tahole ki jayej…sohoj sorol vashay ans deben please…Allah pak er binimoye uttom jajah o khayer daan korben.
জবাব:
بسم الله الرحمن الرحيم
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাঃ বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশধারণকারী পুরুষের উপর আর পুরুষের বেশধারণকারিনী নারীর উপর লানত করেছেন।{সহীহ বুখারী,হাদীস নং-৫৫৪৬}
নারীদের জন্য পুরুষের সাদৃশ্য গ্রহণ হারাম। তেমনি পুরুষের জন্য নারীদের সাদৃশ্য গ্রহণ হারাম। আর চুল ছোট করে রাখা এটা পুরুষের স্বাভাবিক প্রকৃতি। তাই এটি নারীদের ইচ্ছাকৃত করা পুরুষের সাদৃশ্য গ্রহণ হওয়া তা জায়েজ নয়। শরীয়ত নিষিদ্ধ কাজ মানুষকে দেখিয়ে করলে যেমন হারাম, তেমনি না দেখিয়ে করলেও হারাম। তাই ফ্যাশনের জন্য চুল কেটে বোরখা পরে তা ঢেকে রাখলেও গোনাহ থেকে মুক্তি পাওয়া যাবে না। তাই তা পরিত্যাজ্য।
দলিল:
فى صحيح البخارى- عن ابن عباس رضي الله عنهما قال : لعن رسول الله صلى الله عليه و سلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال (صحيح البخارى-كتاب اللباس، باب المتشبهين بالنساء والمتشبهات بالرجال-رقم الحديث-5546
وفى رد المحتار-قطعت شعر رأسها أثمت ولعنت زاد في البزازية وإن بإذن الزوج لأنه لا طاعة لمخلوق في معصية الخالق ، ولذا يحرم على الرجل قطع لحيته ، والمعنى المؤثر التشبه بالرجال (رد المحتار-كتاب الحظر والإباحة، فصل في البيع-5/261
প্রামান্য গ্রন্থাবলী
১. সহীহ বুখারী শরীফ, হাদীস নং-৫৫৪৬
২. ফাতওয়ায়ে শামী-৫/২৬১
৩. ফাতওয়ায়ে আলমগীরী-৫/৩৫৮
৪. ফাতওয়ায়ে বাযযাজিয়া আলা হামিশিল হিন্দিয়া-৬/৩৭১
৫. জাদিদ ফিক্বহী মাসায়িল-১/২০৬-২০৭
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।