প্রশ্ন
From: মোঃ হাবিবুর রহমান
বিষয়ঃ হালাল ও হারাম
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম।
হুজুর আমার একটা প্রশ্ন
তা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন মেলা হয়।।
সেখানে দোকান ও আনন্দ ফূর্তির জন্য অনেক কিছু ক্রয় বিক্রয় হয়। লক্ষনীয় বিষয় হচ্ছে অনেকে সেখানে গান বাজনা ও শিরকি কাজ করে থাকে।
এখন আমরা কি সেসব স্থান থেকে নিজেদের প্রয়োজনীয় কিছু ক্রয় ও খাওয়ার জিনিস ক্রয় করতে যেতে পারবো?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না। যাওয়া যাবে না। এর মাধ্যমে নাজায়েজ ও হারাম অনুষ্ঠানের আয়োজকদের সহযোগিতা হবে। যা জায়েজ নয়।
তাই এসব মেলা উৎসব পরিহার করতে হবে।
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন- যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভূক্ত। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৪০৩১}
سَفِينَةُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ رَجُلًا، أَضَافَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، فَصَنَعَ لَهُ طَعَامًا، فَقَالَتْ فَاطِمَةُ: لَوْ دَعَوْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَكَلَ مَعَنَا، فَدَعَوْهُ فَجَاءَ، فَوَضَعَ يَدَهُ عَلَى عِضَادَتَيِ الْبَابِ، فَرَأَى قِرَامًا فِي نَاحِيَةِ الْبَيْتِ، فَرَجَعَ فَقَالَتْ فَاطِمَةُ لِعَلِيٍّ: الْحَقْ، فَقُلْ لَهُ: مَا رَجَعَكَ؟ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «إِنَّهُ لَيْسَ لِي أَنْ أَدْخُلَ بَيْتًا مُزَوَّقًا»
সাফীনা আবূ আবদুর রহমান (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি ‘আলী ইবনে আবূ তালিব (রাঃ) এর মেহমান হলো। তিনি তার জন্য আহার তৈরি করলেন। ফাতিমা (রাঃ) বলেন, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও দাওয়াত করতাম তবে তিনিও আমাদের সাথে আহার করতেন। অতএব তারা তাঁকেও দাওয়াত করলেন এবং তিনি আসলেন। তিনি ঘরের দরজার চৌকাঠে হাত রেখে ঘরের এক কোণে পাতলা নকশাযুক্ত কাপড় দেখতে পেয়ে ফিরে গেলেন। ফাতিমা (রাঃ) আলী (রাঃ)-কে বলেন, আপনি তাঁর সাথে সাক্ষাত করুন এবং তাঁকে জিজ্ঞেস করুন, হে আল্লাহর রাসূল! কোন্ জিনিস আপনাকে ফিরিয়ে দিলো? তিনি বলেনঃ এ রকম সুসজ্জিত ঘরে প্রবেশ করা আমার জন্য শোভা পায় না। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩৩৬০, সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৭৫৫]
وإن علم أولا باللعب لا يحضر أصلا (الدر المختار مع رد المحتار-9\502)
لكن الأولى للمسلمين أن لا يوافقوا أهل الذمة على مثل هذه الأحوال لإظهار الفرح والمسرة (خانية على هامش الهندية-6\333)
من كثر سواد قوم فهو منهم (كشف الخفا-2\244، رقم-2587)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমু
ইমেইল– ahlehaqmedia201