প্রশ্ন:
কোন আর্থিক প্রতিষ্ঠানের মাসিক সঞ্চয় নিয়মিত করার জন্য ঠিক সময়ে সঞ্চয় জমা না দিলে তার উপর আর্থিক জরিমানা আরোপ করা জায়েজ হবে কী? জায়েজ হবার কোন শরয়ী সুরত থাকলে তা জানিয়ে উপকৃত করবেন।
জবাব:
بسم الله الرحمن الرحيم
মাসিক সঞ্চয় যদি ঠিক সময়ে জমা না দিতে পারে আর্থিক অস্বচ্ছলতার কারণে তাহলে তার উপর কখনোই আর্থিক জরিমানা আবশ্যক করা জায়েজ নয়। তবে টাকা জমা না দেয়াকালে প্রতিষ্ঠানের যে লাভ আসে তাতে সে অন্তর্ভুক্ত হবেনা।
তবে যদি ইচ্ছাকৃত অযথাই দেরী করে প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হয়, তাহলে দু’ একবার সতর্ক করার পর আর্থিক জরিমানার একটি সুরত অবলম্বন করা যায় কতিপয় শর্ত স্বাপেক্ষে। যথা-
১. প্রতিষ্ঠানের সদস্য হবার সময় একটি ফরমে সদস্য লিখবে যে, আমি উক্ত প্রতিষ্ঠানে মাসিক এতো টাকা হারে মাসিক সঞ্চয় রাখব, যদি কখনো সঞ্চয় দিতে গড়িমসি করি, তাহলে প্রতি সঞ্চয় বাবত আমার উপর এতো টাকা জনকল্যাণমূলক ফান্ডে দান করা আবশ্যক।
২. প্রতিষ্ঠানের একটি জনকল্যাণমূলক ফান্ড থাকবে। যা সম্পূর্ণ মুল প্রতিষ্ঠান থেকে আলাদা হবে। এই ফান্ডের টাকা পয়সার উপর কোন প্রকার হস্তক্ষেপ মূল প্রতিষ্ঠান করতে পারবেনা। অর্থাৎ মুল প্রতিষ্ঠানের কোন প্রয়োজনে উক্ত ফান্ডের টাকা পয়সা খরচ করতে পারবেনা। এই ফান্ডের পুরো টাকা দিয়ে জনকল্যাণমুলক কাজ করা হবে।
# ফরমে উল্লেখিত অঙ্গিকারনামাটি একটি একটি অঙ্গিকার হিসেবে সাব্যস্ত হবে। যা পূর্ণ করা সদস্যের উপর আবশ্যক হবে।
বিস্তারিত জানতে পড়ুন-শাইখুল ইসলাম মুফতী তাক্বী উসমানী দা: বা: প্রণীত ” بحوث فى قضايا فقهية معاصرة”-১/৩৪-৪৪
দলিল:
فى مجلة مجمع الفقه الإسلامي–وأما إذا التزم أنه إن لم يوفه حقه في وقت كذا، فعليه كذا وكذا لفلان، أو صدقة للمساكين، فهذا هو محل الخلاف المعقود له هذا الباب، فالمشهور أنه لا يقضي به كما تقدم، وقال ابن دينار: يقضي به) ، (مجلة مجمع الفقه الإسلامي، العدد السابع، موضوع-البيع بالتقسيط،أحكام البيع بالتقسيط-7/620
وفيه ايضا- الوعد يكون ملزماً للواعد ديانة إلا لعذر. وهو ملزم قضاء إذا كان معلقاً على سبب ، ودخل الموعود في كلفة نتيجة الوعد ويتحدد أثر الإلزام فى هذه الحالة إما يتنفيذ الوعد وإما بالتعويض عن الضرر الواقع فعلا بسبب عدم الوفاء بالوعد بلا عذر (مجلة مجمع الفقه الإسلامى العدد الخامس-2/1599
প্রামান্য গ্রন্থাবলী
১. মাজমাউল ফিক্বহিল ইসলামী-৭/৬২০
২. মাজমাউল ফিক্বহিল ইসলামী-২/১৫৯৯
৩. বুহুস ফি কাযায়া ফিক্বহিয়্যাহ মুয়াসারাহ-১/৩৪-৪৪
৪. ফিক্বহী মাক্বালাত-১
৫. জাদীদ ফিক্বহী মাসায়েল-৩/১৫০-১৫১
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।