প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, হাদীসের প্রসিদ্ধ ছয় কিতাবের লেখকদের জন্মস্থান কোথায়? দয়া করে জানালে খুশি হতাম।
উত্তর
بسم الله الرحمن الرحيم
হাদীসের প্রসিদ্ধ ছয় কিতাবের কোন সংকলকই আরব ছিলেন না। সবাই অনারবী ছিলেন।
১-
সহীহ বুখারীর সংকলক ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রহঃ (জন্ম-১৯৪ হিজরী মোতাবিক ৮১০ ঈসাব্দ এবং মৃত্যু ২৫৬ হিজরী মোতাবিক ৮৭০ ঈসাব্দ) এর জন্মস্থান ছিল উজবেকিস্তানের বুখারায়।
২-
সহীহ মুসলিমের সংকলক ইমাম মুসলিম বিন হাজ্জাজ রহঃ (জন্ম ২০৬ হিজরী মোতাবিক ৮২২ ঈসাব্দ এবং মৃত্যু ২৬১ হিজরী মোতাবিক ৮৭৫ ঈসাব্দ) এর জন্মস্থান হল বর্তমান ইরানের নিশাপুরে।
৩-
সুনানে আবূ দাউদের সংকলক ইমাম আবূ দাউদ রহঃ (জন্ম ২০২ হিজরী মোতাবিক ৮১৭ ঈসাব্দ এবং মৃত্যু ২৭৫ হিজরী মোতাবিক ৮৮৮ ঈসাব্দ) এর জন্মস্থান হল ইরানের সিজিস্তানে।
৪-
জামে তিরমিজীর সংকলক ইমা আবূ ঈসা মুহাম্মদ তিরমিজী রহঃ (জন্ম ২০৯ হিজরী মোতাবিক ৮২৪ ঈসাব্দ এবং মৃত্যু ২৭৯ হিজরী মোতাবিক ৮৯২ ঈসাব্দ) এর জন্মস্থান হল উজবেকিস্তানের তিরমিজ শহরে।
৫-
সুনানে নাসায়ীর সংকলক ইমাম আহমাদ বিন শুয়াইব নাসায়ী রহঃ (জন্ম ২১৪ হিজরী মোতাবিক ৮২৯ ঈসাব্দ এবং মৃত্যু ৩০৩ হিজরী মোতাবিক ৯১৫ ঈসাব্দ) এর জন্মস্থান বর্তমান তুর্কমেনিস্তানের নাসা শহরে।
৬-
সুনানে ইবনে মাজাহ এর সংকলক ইমাম মুহাম্মদ বিন মাজাহ রহঃ (জন্ম ২০৯ হিজরী মোতাবিক ৮২৪ ঈসাব্দ এবং মৃত্যু ২৭৩ হিজরী মোতাবিক ৮৮৬ ঈসাব্দ) এর জন্মস্থান হল ইরানের কাযয়ীন শহরে।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমু
ইমেইল– ahlehaqmedia201