প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / বসবাসের জন্য ক্রয় করা ফ্ল্যাট যদি বিক্রির নিয়ত করে তাহলে এর মূল্যের উপর কি যাকাত আসবে?

বসবাসের জন্য ক্রয় করা ফ্ল্যাট যদি বিক্রির নিয়ত করে তাহলে এর মূল্যের উপর কি যাকাত আসবে?

প্রশ্ন

আমার প্রশ্ন হল, আমি একটি ফ্ল্যাট ক্রয় করেছি গত বছর। নিয়ত ছিল আমি সেখানে থাকবো। কিন্তু আর্থিক সংকটের কারণে উক্ত ফ্ল্যাটটি এখন বিক্রি করে দেবার নিয়ত করেছি।

প্রশ্ন হল, যত বছর ন্যায্য দামে আমি ফ্ল্যাটটি বিক্রি করতে না পারি, ততোদিন কি এর মূল্যের উপর আমার যাকাত দিতে হবে? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

না। দিতে হবে না। যে বস্তু ক্রয় করার সময় ব্যবসার নিয়ত করা না হয়, বরং নিজের ব্যবহারের নিয়ত থাকে। পরবর্তীতে ব্যবসার নিয়তের দ্বারা তা ততক্ষণ ব্যবসায়িক পণ্য হিসেবে ধর্তব্য হয় না।

বিক্রি করার পর সেটার মূল্য যাকাত পরিমাণ হলে এর উপর বছরান্তে যাকাত আবশ্যক হবে। অন্যথায় নয়।

عن ابن عمر قال: ليس فى العروض زكاة، إلا ما كان للتجارة (السنن الكبرى للبيهقى، كتاب الزكاة، باب زكاة التجارة-6\64، رقم-7698)

قالوا وتشترط نية التجارة فى العروض ولا بد أن تكون مقارنة للتجارة فلو اشترى شيئا لنفسه ناويا أنه إن وجد ربحا باعه لا زكاة عليه (الأشباه والنظائر-79، قديم-38، رد المحتار-3\195، حاشية الطحطاوى على مراقى الفلاح-718، الموسوعة الفقهية الكويتية-23\272)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *